Daily News BD Online

শেরপুরের ঝিনাইগাতী আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে আইন শৃংখলা স্বাভাবিক রাখতে উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা


গোলাম রব্বানী-টিটু, ঝিনাইগাতী(শেরপুর) প্রতিনিধি :

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় আজ মঙ্গলবার দুপুরে উপজেলার হল রুমে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে উপজেলায় আইন শৃংখলা স্বাভাবিক রাখতে উপজেলা প্রশাসনের আয়োজনে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে । উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আল মাসুদের সভাপতিত্বে সকল পেশার মানুষের সাথে এ মতবিনিময় সভা শুরু হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এস,এম,এ ওয়ারেজ নাইম,সহকারী কমিশনার ভূমি আশরাফুল কবীর, ওসি তদন্ত আবুল কাশেম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শ্রী বিশ্বজিৎ রায়, ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম,মোজাম্মেল হক, রুকনুজ্জামান, দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবুল হাশেম, যুবলীগের সাধারণ সম্পাদক শাহা আলম, বনিক সমিতির সভাপতি মোখলেছুর রহমান খাঁন, সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ প্রমুখ । সভায় আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে যানজটমুক্ত সড়ক, যানবাহনের যাত্রীভাড়া স্থিতিশীল রাখা,জালটাকা ও মাদক প্রতিরোধ সহ অগ্নি নিবারণের আগাম প্রস্তুতি নিয়ে জনস্বার্থে বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করে সিদ্বান্ত গ্রহণ করা হয় ।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন