ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জে অসহায়, হতদরিদ্র শতাধিক পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা প্রচেষ্টা মানবিক উন্নয়ন সোসাইটি।
আজ বুধবার (১৯ এপ্রিল) বেলা ১০ টায় চাঁপাইনবাবগঞ্জ স্বরুপনগর খাসপাড়া প্রচেষ্টা মানবিক উন্নয়ন সোসাইটির প্রধান কার্যালয়ে প্রচেষ্টা উন্নয়ন সোসাইটির নির্বাহী পরিচালক আসরাফুল ইসলামের সভাপতিত্বে ২ শতাধিক কর্মহীন পরিবারের মাঝে চাল, ডাল, তেল, চিনি, সেমাই সহ শাড়ি কাপড় ও লুঙ্গি তুলে দেন প্রধান অতিথি চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রাজু আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার ও সোনামসজিদ প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক ফয়সাল আজম অপু ও বিশিষ্ট সমাজসেবক সফিকুল আলম মুকুল সহ সকল সদস্য বৃন্দ।
Tags
বাংলাদেশ