ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ শিবগঞ্জে মাদক, বাল্যবিয়ে, যৌতুক প্রতিরোধ ও সরকারের উন্নয়নমূলক কার্যক্রম বিষয়ে ইমামদের সঙ্গে মতবিনিময় সভা অনু্ষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ এপ্রিল) সকালে উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা পরিষদ মিলনায়তনে অনু্ষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াত। অনুষ্ঠানে উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাসের সভাপতিত্বে ও একাডেমিক সুপারভাইজার মুরশিদুল আলমের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম, শিবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সুকোমল চন্দ্র দেবনাথ সহ অন্যরা।
Tags
বাংলাদেশ