Daily News BD Online

সাতক্ষীরায় জাল জালিয়াতি করে জমি দখলের পায়তারায় রাধাকান্ত সহ ৩ জনের বিরুদ্ধে আদালতে মামলা


খান নাজমুল হুসাইন, সাতক্ষীরা প্রতিনিধিঃ
সাতক্ষীরা শ্যামনগরে জাল জালিয়াতি করে জমি দখলের পায়তারায় রাধাকান্ত মন্ডল সহ ৩ জনের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে একটি মামলা হয়েছে। গত ১৭/০৪/২৩ ইং তারিখ হরেন্দ্র নাথ মন্ডল এর ছেলে রঞ্জন কুমার মন্ডল বাদী হয়ে সাতক্ষীরা বিজ্ঞ আমলী ১ নং সদর আদালতে পেনাল কোড এর ৪৪৭/৪৬৪/৪৬৫/৪৬৭/ ৪৬৬/ ৪৬৮/৪৭১/ ৩৪/৫০৬ ২য় অনুচ্ছেদ দণ্ডবিধি ধারায় একটি মামলা দায়ের করেন। মামলার আসামীরা হলেনঃ শ্যামনগর উপজেলার ৩ নং সদর ইউনিয়নের বাদঘাটা গ্রামের মৃত সুরেন্দ্র নাথ মন্ডল এর ছেলে (১) রাধাকান্ত মন্ডল (৭০), একই গ্রামের রাধাকান্ত মন্ডল এর ছেলে (২) সুভাষ চন্দ্র মন্ডল (৪২), একই গ্রামের মহাদেব সরকার এর ছেলে উৎপল সরকার (২৮)। 

মামলা সুত্রে প্রকাশ, শ্যামনগর উপজেলার বাদঘাটা গ্রামের বাসিন্দা হরেন্দ্র নাথ মন্ডল ২৭ নং বাদঘাটা মৌজায় এস, এ খতিয়ানের ২৫ ও ৪২ দাগে ৫৯ শতক জমির মধ্যে ওয়ারেশ সুত্রে প্রাপ্ত ৩৮ শতক জমিতে গাছ গাছালী রোপণ, সবজি চাষ, পুকুরে মৎস্য চাষ ও ঘেরা বেড়া দিয়ে ৪০/৫০ বছরের উর্দ্ধকাল যাবৎ তিনি শান্তিপূর্ণ ভাবে ভোগ দখলে আছেন।

 একপর্যায় গত ইংরেজি ০২/০৪/২৩ তারিখ সকাল আনুমানিক ০৮.৩০ মিনিট সময় আসামী পক্ষ পূর্ব পরিকল্পিতভাবে বিভিন্ন অস্ত্রসস্ত্রে সুসজ্জিত হয়ে ৭/৮ জন সন্ত্রাসী বাহিনী নিয়ে বাদীর নালিশী ভিটা জমিতে প্রবেশ করে বাদীর ভোগদখলে বাধা সৃষ্টি করে। এ সময় বাদী ও বাদীর লোকজনকে মারধর করে এবং উক্ত জমি থেকে বেদখল করার চেষ্টা করে। তখন মামলার ১ নং আসামীপক্ষ বলে যে, নালিশী বাদঘাটা মৌজার এস, এ, ২২ নং খতিয়ানের জমি রেকর্ডীয় মালিকের নামে আমি নকিপুর সার্টিফিকেট আদালতে ৭০৮/৬৮-৬৯ নং মোকদ্দমায় সমুদয় সম্পত্তি নিলাম বয়নামা মুলে প্রাপ্ত হয়েছি।

তাৎক্ষণিক তিনি এই সকল কাগজপত্র ১ নং আসামীপক্ষ সাক্ষীর সম্মুখে বাদীকে দেখান এবং  পরে আসামীপক্ষ ঘটনাস্থল ত্যাগ করে। বাদীপক্ষ আসামী পক্ষের নিকট হতে উক্ত কাগজপত্র প্রাপ্ত হয়ে শ্যামনগর সদর ইউনিয়ন ভূমি অফিস, শ্যামনগর সহকারী কমিশনার এর অফিস, সাতক্ষীরা দপ্তরে খোজ করে কোন অস্তিত্ব খুঁজে পাননি। বাদীপক্ষ জানতে পারে ৩ নং আসামী শ্যামনগর সহকারী কমিশনার (ভূমি) অফিসারের ড্রাইভার হওয়ায় ১ ও ২ নং আসামীকে উক্ত প্রকার জালজালিয়াতি কাগজ সৃষ্টি করিয়া দিয়েছেন। এ ছাড়া আসামীপক্ষগন এলাকায় প্রভাব খাটিয়ে অনেকের জাল জালিয়াতি কাগজপত্র সৃষ্টি করিয়াছেন। মামলার ৩ নং আসামী উক্ত প্রকার জাল জালিয়াত কাগজ তৈরির ইন্ধন দাতা এবং অর্থ দাতা।

আসামীগন পরস্পর যোগসাজশে পূর্ব পরিকল্পিত উপায়ে উক্ত জাল কাগজ সৃষ্টি করিয়াছে। আসামী পক্ষের উক্ত প্রকার জাল জালিয়াতি কাগজপত্রের দ্বারা বাদীর নিন্ম তপশীলকৃত জমি জায়গা আসামীগন জবর দখল করিবার পায়তারা সহ বাদীকে খুন জখমের জন্য হুমকি প্রদর্শন করিতেছে মর্মে অভিযোগ এনে বিজ্ঞ আদালতে উল্লেখিত তিন জনের বিরুদ্ধে রঞ্জন কুমার মন্ডল বাদী হয়ে এ মামলা দায়ের করেন। যাহার মামলা নং সি,আর ৩৬৪/২৩ তারিখ ১৭/০৪/২৩। এদিকে সাতক্ষীরা বিজ্ঞ আমলী আদালতে মামলা দায়ের করার পর থেকে বিবাদীপক্ষ ক্ষিপ্ত হয়ে একের পর এক বিভিন্ন হুমকি ধামকি এমনকি জমি দখলের পায়তারা অব্যাহত রেখেছে বলে এ দাবী করেন ভুক্তভোগী ও তার পরিবার। এ ঘটনায় ভুক্তভোগী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন