দেলোয়ার হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: গতকাল ১৯ এপ্রিল বুধবার বিকেলে পাঁচবিবি প্রেসক্লাবের আয়োজনে উক্ত প্রেসক্লাবের প্রয়াত সাংবাদিক ও শুভাকাঙ্ক্ষীদের স্মরণে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি আব্দুল হালিম সাবু।
প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মনিরুল শহীদ মন্ডল মুন্না, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ ওবায়দুর রহমান,প্যানেল মেয়র মোশাইদ আল-আমিন সাদ, বন্ধনের পরিচালক প্রশাসন শফিকুল আলম চৌধুরী বিপ্লব, ৪নং ওয়ার্ড কাউন্সিলর মামুনুর রশিদ ,প্রেসক্লাবের সাবেক সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যাপক সুনীল রায়, প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক আজাদ আলী, সাংবাদিক আব্দুল হাই ও সাখাওয়াৎ হোসেন প্রমুখ। পরে সাংবাদিক আবু হাসান এর পরিচালনায় দেশ জাতি ও মুসলিম উম্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। শেষে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য,পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাংবাদিকদের সম্মানে পাঞ্জাবি ও নগদ অর্থ উপহার প্রদান করেন, পৌর মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব ।
Tags
বাংলাদেশ