Daily News BD Online

সোনাতলায় যমুনা নদীতে অবৈধ বালু উত্তোলন যেন থামছেই না


বগুড়া জেলা প্রতিনিধি :
সোনাতলা উপজেলায় অবৈধ বালু উত্তোলন যেন থামছেইনা। পাকুল্লা বালু পয়েন্ট, উত্তর পাড়া ব্রিজ,আমতলী, মির্জাপুর,চারালকান্দি,সরলিয়া,রাধাকান্তপুর,
পাকুল্লা ঐতিহাসিক দ্বিতলা মসজিদটি যমুনা নদীতে বিলিন হয়ার কথা থাকলেও মসজিদটি এখনো আছে।  নদীর পাশে এটি সরকারি স্কুল সহ ওবদার বাধ চরম ঝুঁকির মধ্যে রয়েছে। যমুনা নদীতে কোন সময় মারাত্বক ভাবে ধ্বসের সৃষ্টি হবে এবং জীবনহানী সহ বড় ধরনের ক্ষতিকর ঘটনার সৃষ্টি হতে পারে বলে জানান স্থানীয়রা।

এবিষয়ে গ্রামবাসীর সাথে কথা বললে আরো জানান, আমরা অনেক সুখে ছিলাম। কিন্তু বালু দস্যুরা ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করে আদের গ্রামসহ আশেপাশের অনেক ক্ষতি করে যাচ্ছে।

সোনাতলা উপজেলার পাকুল্লা গ্রামের বাসিন্দারা বলেন অত্র গামের  ওয়াবদা পূর্বপাশে ড্রেজার মেশিন দিয়ে কিছু ভূমিদস্যুরা অবৈধ বালু উত্তোলন করে চলছে, দিনে ও রাতে বিভিন্ন জায়গায় শত শত ট্রাক বালু বিক্রি করে যাচ্ছে।

স্থানীয় সূত্র আরো জানা যায়, যমুনা নদীর পানি কমলেই এভাবে বালু উত্তোলন ধারাবাহিকভাবে বালু বিক্রি করে আসছে।কেউ তাদের থামাতে পারছে না।
এভাবে চলতে থাকলে সোনাতলা উপজেলার পাকুল্লা সহ বিভিন্ন এলাকা বুকির মুখে,


এবিষয়ে সাংবাদিকের বাবলু বলেন, আমার এই চরে দুই একর জমি আছে।আমি নিজেই আবাদ করতে পারি, সেই জমিতে বাদাম, গম, ভুট্টা, মিষ্টি আলু, কালাই, পাট, ধান, কুমড়া, মরিচ হয়। কিন্তু সেই জমিতে বালু দস্যুরা জোরপূর্বক অবৈধভাবে বালু উত্তোলন করে চলছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন