রফিকুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি :
কুষ্টিয়ার মিরপুর উপজেলার ছাতিয়ান ইউনিয়নের জাস্টিস আবু জাফর সিদ্দিক টেকনিক্যাল ইনস্টিটিউট মাঠে ১০০ পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ এপ্রিল) বিকেলের দিকে মিরপুর উপজেলা সমিতি, ঢাকার উদ্যোগে এই ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
উক্ত অনুষ্ঠান ছাতিয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি আবু জাফর সিদ্দিক। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব একেএম টিপু সুলতান, মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হারুন অর রশিদ, দিশার নির্বাহী পরিচালক ও ঢাকাস্থ মিরপুর উপজেলা সমিতির সাধারণ সম্পাদক রবিউল ইসলাম,আটিগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুল করিম প্রমুখ। ঢাকাস্থ মিরপুর সমিতির পক্ষ থেকে চাল, ডাল, তেল, মেহেদী, মসলা, সেমাই, চিনি বিতরণ করা হয়। এছাড়াও বিচারপতির পক্ষ থেকে শাড়ি, লুঙ্গি বিতরণ করা হয়।
Tags
বাংলাদেশ