শাহ সাহিদ উদ্দিন, দেবীদ্বার (কুমিল্লা) :
কুমিল্লা দেবীদ্বার উপজেলা পৌরসভা জাতীয় পার্টির উদ্যোগে ভিংলাবাড়ী সাফল্য প্রি-ক্যাডেট স্কুল মাঠে ১০০০ হাজার সাধারণ মানুষকে নিয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দেবীদ্বার উপজেলা জাতীয় পার্টির আহবায়ক জাবেদ আহম্মেদ নবীর সঞ্চালনায় দেবীদ্বার পৌর জাতীয় পার্টির সদস্য সচিব মোহাম্মদ জসিম উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জাতীয় পার্টির প্রস্তুতি কমিটির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ইকবাল হোসেন রাজু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা জাতীয় পার্টির সদস্য সচিব হাজী মোসলে উদ্দিন মোল্লা মোসলেম,দেবীদ্বার উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক মজিবুর রহমান সরকার, দেবীদ্বার উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব শফিকুল ইসলাম মাস্টার,দেবীদ্বার উপজেলা সাবেক চেয়ারম্যান প্রার্থী মো আব্দুল আওয়াল, দেবীদ্বার উপজেলার সাবেক ছাত্র নেতা জহিরুল ইসলাম মারুফ, দেবীদ্বার উপজেলা জাতীয় ছাত্র সমাজের সভাপতি গোলাম কিবরিয়া সহ আরো বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় কেন্দ্রীয় পার্টির প্রস্তুতি কমিটির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ইকবাল হোসেন রাজু বলেন মাহে রমজান শান্তি রহমত কল্যাণের বার্তা নিয়ে আসে।আর বৈশাখ নিয়ে আসে নতুন বার্তা। আমাদের একটাই লক্ষ্য রাজনৈতিক ও অর্থনৈতিক গতিশীল বাড়ানো। কিন্তু সফলতা নির্ভর করবে সকলকে নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে। আমরা আশাবাদী আগামী জাতীয় সংসদ নির্বাচনে সরকার নির্বাচনকে সার্বিক সহযোগিতা করবে। এবং জাতীয় পার্টি খেলা খেলি বিশ্বাস করে না জাতীয় পার্টি কোলা কুলি বিশ্বাস করে। আগামী দ্বাদশ নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বে এবং বেগম রওশন এরশাদের নেতৃত্বে আমরা নির্বাচনে অংশগ্রহণ করতে চাই। আগামী জাতীয় সংসদ নির্বাচনে মহাজোট নিয়ে নির্বাচন করবে বেগম রওশন এরশাদ । রওশন এরশাদের হাতকে শক্তিশালী করার জন্য ও দেবীদ্বারকে পরিবর্তন করতে জাতীয় পার্টির বিকল্প নেই। একমাত্র দেবীদ্বারকে সুন্দর ও সুশৃংখল করতে হলে একমাত্র প্রয়োজন জাতীয় পার্টির লাঙ্গল । আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে নাঙ্গল মার্কাকে বিজয়ী করে বেগম রওশন এরশাদকে উপহার দিব।
Tags
বাংলাদেশ