Daily News BD Online

লক্ষ্মীপুরে যুবলীগ ও ছাত্রলীগ নেতা হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে আওয়ামী যুবলীগের মানববন্ধন অনুষ্ঠিত


নিজাম  উদ্দিন খান,
স্টার রিপোর্ট (লক্ষ্মীপুর) :

লক্ষ্মীপুরে  সন্ত্রাসীদের গুলিতে  নিহত যুবলীগের লক্ষ্মীপুর জেলার সাবেক  সাধারণ সম্পাদক  আব্দুলাহ  আল নোমান  ও  ছাত্রলীগের সাবেক সংগঠনিক সম্পাদক মোহাম্মদ রাকিব ঈমামের হত্যাকারীদেরকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
২৯/৪/২০১৩ তারিখ বিকেল ৩ টা থেকে ঘন্টা ব্যাপী  লক্ষ্মীপুর জেলা শহরের প্রেস ক্লাব প্রাঙ্গনে এই  মানববন্ধন  অনুষ্ঠিত হয়।
এ সময় ঘন্টা ব্যাপী চলা  মানববন্ধনে সাবেক বর্তমান যুবলীগ ছাত্রলীগের নেতারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বক্তব্য রাখেন। বক্তব্যে  বেশিরভাগ নেতারা   লক্ষ্মীপুরের পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করে বলেন, এখন পর্যন্ত এই বশিকপুর ইউনিয়নের ২৪ জন নেতাকে হত্যা করা হয়েছে।
যার উল্লেখযোগ্য গত এক দুই বছরে চারজনকে হত্যা করা হয়েছে। যাদের মাঝে রয়েছে আওয়ামী লীগ নেতা হারুন আওয়ামী লীগ নেতা আলাউদ্দিন গত( ২৫-৪-২০২৩)তারিখে  যুবলীগ নেতা আব্দুল্যাহ আল নোমান ও সাবেক ছাত্রলীগ নেতা  মোহাম্মদ রাকিব  ইমাম হত্যা করা হয়েছে।
আমরা আনতি  বিলম্বে এই সকল হত্যার হত্যাকারী কে  গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।
 অন্যথায় আমরা আরো কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হব।

লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও বর্তমান জেলা যুবলীগের সভাপতি  পদপ্রার্থী এডভোকেট শেখ জামাল রিপন বলেন, আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলবো এই হত্যার সাথে যারাই জড়িত থাকুক না কেন, এদেরকে গ্রেফতারের দাবী জানাচ্ছি।
মানববন্ধনে সভাপতির বক্তব্যে সদর থানা যুবলীগের সভাপতি তোফাজ্জল হোসেন চৌধুরী টিটু, লক্ষ্মীপুরের পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করে বলেন।  আনতি বিলম্ব এই হত্যার সাথে জড়িতদেরকে গ্রেফতারের দাবী জানাচ্ছি। তিনি  বলেন আমরা শুনতে পেরেছি চারজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদেরকেও গ্রেফতার করে সকল হত্যাকারীদের বিচার করতে হবে।
উক্ত মানববন্ধনে আরো বক্তব্য রাখেন,কমলনগর উপজেলা যুবলীগের সভাপতি মেজবাহ হেলাল ও সাধারণ সম্পাদক। রামগতি  যুবলীগের সভাপতি সৈকত।  রায়পুর যুবলীগের সভাপতি তারেক আজিজ সহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন