Daily News BD Online

চান্দগাঁও জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকাসহ ৮ জুয়ারী গ্রেফতার


মোঃনুর হোসেন, চট্টগ্রাম প্রতিনিধি :


চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানাধীন জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকাসহ ৮ জুয়ারীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার নাজির বাড়ি স্কুল মিন্টু ইনচার্জের কলোনি ৫ নং রুমের ভিতর রাতে জুয়া খেলারত অবস্থায় তাদের আটক করে চান্দগাঁও,
 থানা পুলিশ।

এসময় তাদের কাছ থেকে ক) ০১ (এক) বান্ডেল জুয়া খেলার তাস, ২। ১০০ (একশত) টাকার নোট ০২টি-২০০ (দুইশত) টাকা, ৩। ৫০ (পঞ্চাশ) টাকার নোট ০৭টি=৩৫০ (তিনশত পঞ্চাশ) টাকা, ৪। ২০ (বিশ) টাকার নোট ২০টি=৪০০/- (চারশত) টাকা, ৫। ১০(দশ) টাকার নোট ৩০টি=৩০০/- (তিনশত) টাকা, সর্বমোট ১২৫০/- (একহাজার দুইশত পঞ্চাশ) টাকা উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন, ১। মোঃ কামাল (৩৪), পিতা-মৃত অলি আহাম্মদ, মাতা-মৃত শাহনাজ বেগম, সাং-নাজির বাড়ি স্কুল (নাজির বাড়ী), থানা-চান্দগাঁও, জেলা-চট্টগ্রাম, ২। মোঃ মহিউদ্দিন (২৭), পিতা-আব্দুল খালেক, মাতা-বিবি ফাতেমা, সাং-নাজির বাড়ী স্কুল, কন্ট্রাক্টর বাড়ী, থানা-চান্দগাঁও, জেলা-চট্টগ্রাম, ৩। মোঃ রফিজল (৫২), পিতা-মৃত আলী হোসেন, মাতা-বিবি মনোয়ারা, সাং-ওসমানীয়া পুলের গোড়া, জসিমের কলোনী, থানা-চান্দগাঁও, জেলা-চট্টগ্রাম, ৪। মোঃ তাফায়েল (৩০), পিতা-আলী হোসেন ফরাজী, মাতা-রৌশনা বেগম, সাং-নাজির বাড়ী স্কুল, বাইক্কার বাপের বাড়ী, থানা-চান্দগাঁও, জেলা-চট্টগ্রাম, ৫। মোঃ দুলাল (৩৫), পিতা-মোঃ জয়নাল আবেদীন, মাতা-মারফত নেছা, সাং-নাজির বাড়ী (কন্ট্রাক্টর বাড়ী), থানা-চান্দগাঁও, জেলা-চট্টগ্রাম, ৬। মোঃ হারুন (৪০), পিতা-মৃত সুলতান আহাম্মদ, মাতা-মৃত নুর জাহান বেগম, সাং-নাজির বাড়ী স্কুল, কন্ট্রাক্টর বাড়ী, থানা-চান্দগাঁও, জেলা-চট্টগ্রাম, ৭। মোঃ সেলিম (৪৮), পিতা-মৃত সৈয়দ হোসেন, মাতা-রেহানা বেগম, সাং-দর্জিপাড়া, লাল মিয়া খলিফার বাড়ী, থানা-চান্দগাঁও, জেলা-চট্টগ্রাম, ৮। মোঃ ইয়াছিন (৩৯), পিতা-মৃত আকবর আহাম্মদ, মাতা-মৃত ছফুরা বেগম, সাং-ওসমানির দোকান, দর্জিপাড়া, লালমিয়া খলিফার বাড়ী, থানা-চান্দগাঁও, জেলা-চট্টগ্রাম।

এ বিষয়ে চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ খাইরুল ইসলাম জানান, আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে চান্দগাঁও থানায় জুয়া আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন