Daily News BD Online

মৌলভীবাজারে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত


আব্দুল হামিদ, কমলগঞ্জ (মৌলাভীবাজার) প্রতিনিধি :

 “বঙ্গবন্ধুর স্বপ্নপূরণ, বিনা মূল্যে আইনি সেবার দ্বার উম্মোচন, এই প্রতিপাদ্য নিয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৩ উপলক্ষে র‌্যালী, বৃক্ষ রোপন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার ২৮ এপ্রিল সকাল সাড়ে ১০টায় জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তন এলাকায় গিয়ে শেষ হয়। এর আগে আদালত প্রাঙ্গণে বৃক্ষ রোপন করা হয়।
পরে শিল্পকলা মিলনায়তনে এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এবং জেলা ও দায়রা জজ আল-মাহমুদ ফায়জুল কবির।
এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের জেলা ও দায়রা জজ মোহাম্মদ সুলেমান,পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, মৌলভীবাজার পৌরসভার মেয়র মোঃ ফজলুর রহমান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ কামাল হোসেন, শ্রীমঙ্গল উপজেলা পরিষদ চেয়ারম্যান ভানুলাল রায়, সিনিয়র আইনজীবী মুজিবুর রহমান মুজিব, পাবলিক প্রসিকিউটর এডভোকেট রাধাপদ দেব সজল, জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট রমাকান্ত দাশ গুপ্ত প্রমুখ।এছাড়াও উপস্থিত ছিলেন মৌলভীবাজার জজশিপের বিচারকগণ, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট,নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ, জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তাসহ জেলা লিগ্যাড এইড কমিটির সদস্যরা।
আলোচনা সভায় বিচারপ্রার্থীদের বিনা খরচে আইনগত সহায়তা বিষয়ে বিস্তারিত আলোচনা করেন বক্তারা।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন