হৃদয় শীল , মধুখালী (ফরিদপুর) প্রতিনিধিঃ ২৪ এপ্রিল সোমবার বেলা ১১টায় মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয় চত্বরে “এসএসসি ব্যাচ ১৯৮১” মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয় এর উদ্যোগে ও অত্র বিদ্যালয়ের কৃতি ছাত্র বাংলাদেশ সুপ্রীমকোর্ট, হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. মজিবুর রহমান মিঞা ফিরোজের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন প্রধান শিক্ষক মির্জা আব্দুল খালেক। পুনর্মিলন ও সংবর্ধনা উদ্যাপন কমিটির সদস্য সচিব ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফরিদুল মনসুরের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন মধুখালী উপজেলা নির্বাহী অফিসার মো. আশিকুর রহমান চৌধুরী। বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি বিচারপতি মো. মজিবুর রহমান রহমান মিঞা ফিরোজ, বিশিষ্ঠ শিল্পপতি সৈয়দ এ, কিউ, এম জাহিদ ইউসুফ লিটন, উদ্যাপন কমিটির আহবায়ক এসএসসি ১৯৮১ ব্যাচ প্রকৌশলী এমএন কবীর বাদল, মোহাম্মাদপুর মডেল স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষ মো. জহিরুল ইসলাম ফারুক, মো. জাকির হোসেন, প্রাক্তন শিক্ষকদের মধ্যে কৃ লাল পাল, মতিয়ার রহমান, কাদিরদি ডিগ্রী কলেজের সহকারি অধ্যাপক আক্তারুজ্জামান, মথুরাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুকুমার চক্রবর্তী,মোঃ আলমগীর হোসেন মিয়া, সাহেব আলী প্রমুখ। পরে ১৯৮১ ব্যাচের কৃতিছাত্র বিচারপতি মো. মুজিবর রহমান মিঞা ফিরোজকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়্। এছাড়া উপস্থিত প্রধান অতিথি ও সাবেক সকল প্রধান শিক্ষকদের সম্মাননা পুরস্কার প্রদান করা হয়।
Tags
বাংলাদেশ