মোঃ হাসান, স্টাফ রিপোর্টার, হোমনা (কুমিল্লা) :
কুমিল্লার, হোমনায়, জাতীয় সংগীত পরিবেশন ও নানা আয়োজনের মধ্য দিয়ে ওমরাবাদ পশ্চিমপাড়া যুব সংগঠনের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টর ফাইনাল খেলা অনুষ্ঠিত
আজ সোমবার বিকেল সাড়ে ৪ টার দিকে ভাষানিয়া ইউনিয়নের ওমরাবাদ পশ্চিমপাড়া যুব সংগঠনের আয়োজনে ওমরাবাদ ওপেন খেলার মাঠে ৮ দলের চুড়ান্ত পর্বের এই ফুটবল টুর্নামেন্টর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
চুড়ান্ত পর্বের ফাইনাল খেলায় অংশ গ্রহণ করেন মাসুম একাদশ বনাম ইয়াশরিফ একাদশ। প্ৰথম অধ্যায় দুই দলের হাড্ডাহাটি লড়াইয়ে এক এক গোল সমতায় থাকায় দ্বিতীয়ার্ধে দুই দলই সমানে সমানে লড়াই করে' কিন্তু গোলের দেখা পাইনি পরে এক এক গোল হওয়ায় টাইব্রেকারে ইয়াশরিফ একাদশকে এক গোলে হারিয়ে চ্যাম্পিয়ন লাভ করেন মাসুম একাদশ।
খেলায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী ও টঙ্গী বাজার মালিক সমিতি মো. আনিছুর রহমান আনিছ, স্বাগত বক্তব্য রাখেন খেলার প্রধান মেহমান ও ভাষানিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মো.সাদেকুর রহমান খেলায় প্রধান মেহমান ও ভাষান
Tags
বাংলাদেশ