ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জে খাইরুল আলম জেম (৫০) নামে এক সাবেক ওয়ার্ড কাউন্সিলরকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বুধবার (১৯ এপ্রিল) সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জ পৌর শহর এলাকার উদয়ন মোড়ে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি শিবগঞ্জ পৌর এলাকার মরদানা এলাকার মাইনুল আহসানের ছেলে ও শিবগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর।
চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ আনোয়ার রফিক বলেন, সন্ধ্যায় গুরুতর আহত অবস্থায় জেমকে হাসপাতালে আনা হয়। পরে প্রাথমিক চিকিৎসা চলাকালে রাত আটটার দিকে তার মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির মাথায় অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। এতে রক্তশূন্য হয়ে তিনি মারা গেছেন।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়েছিলো। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে মাথায় প্রচণ্ড আঘাতের কারণে রক্তশূন্য হয়ে তিনি মারা গেছেন। মামলা প্রক্রিয়াধীন আছে। পরবর্তীকালে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
এবিষয়ে ২ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তবে তাদের নাম কৌশলগত কারণে উল্লেখ করেন নি ওসি।
বৃহস্পতিবার (২০ এপ্রিল) সকালে ময়নাতদন্ত শেষে জেমের মরদেহ প্রথমে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে শ্রদ্ধা নিবেদন শেষে প্রথমে নয়াগোলা নিজ বাসভবনে জানাজা ও বিকাল ৪ টার সময় শিবগঞ্জ উপজেলার পৌরসভার ৯ নং ওয়ার্ডে মরহুমের গ্রামের বাড়ি মর্দানা গ্রামে ২য় জানাজা শেষে দাফন স্বম্পন্ন করা হয়।
Tags
বাংলাদেশ