Daily News BD Online

কনে যাচ্ছে পালকি চড়ে - গোলাপ মাহমুদ সৌরভ


কনে যাচ্ছে পালকি চড়ে 
গোলাপ মাহমুদ সৌরভ 

বর এলো বর এলো 
টোপর মাথায় দিয়ে, 
সন্ধ্যা সময় বিয়ে হবে 
কনে যাবে নিয়ে। 

কনে যাচ্ছে পালকি চড়ে 
বর ঘোড়া চড়ে, 
ঢোল বাজে সানাই বাজে 
আতসবাজি ছোড়ে। 

কনের বাড়ি রঙিন সাজে 
গায়ে হলুদের সাজ,
আলতা পরাও মেহেদি পরাও
বিয়ে হবে আজ। 

আজকে কনের খুশির দিন 
আসবে সেজে বর,
মালা বদল করবে দু'জন 
হবে সুখের ঘর। 

কনের গায়ে লাল শাড়ী 
হাতে রঙিন চুরি, 
শশুর বাড়ি যাচ্ছে কনে
বাবার ভিটা ছাড়ি।

সুখের আশায় যাচ্ছে কনে 
মায়ার বাঁধন ছিঁড়ে, 
বাবা কান্দে মায়ে কান্দে 
চোখের আড়াল করে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন