স্টাফ পোর্টার, হোমনা :
কুমিল্লা জেলার হোমনা উপজেলা বাগসিরামপুর গ্রামের সরাফত আলী প্রধানের বাড়িতে যাকাতের কাপড় বিতরন করার সময় রোমান, ফারুক জাকির হিটু লিল মিয়া নসু কাশেম সহ ২০/২৫ জন বহিরা গত মিলে আওয়ামী যুবলীগের সাবেক সদস্য বর্তমান চান্দেরচর ইউনিয়ন যুবলীগের সিনিয়র সহ-সভাপতি ইসমাইলকে হত্যার উদ্দেশ্যে তাঁহার উপর নির্মমভাবে হামলা করা হয়েছে ।এরা ও এদের ছেলেরা গত ২ মাস আগে বাগেরহাট বাজারে আওয়ামীলিগের যত পোস্টার ছিল সব ছিরে ফেলে দেয় ইসমাইল বাদি হয়ে তাদের বিরুদ্ধে অভিযোগ করেন। হোমনা থানার অফিসার ইনচার্জ বলেন আমি জানতে পারি ঐখানে একজকে মারধর করেছে তবে কোন মামলা হয় নি তবে জাকির ও ফারুক নামের ২ জনকে আটক করেছি বাকি দেরকে আইনের আওতায় আনা হবে।
Tags
বাংলাদেশ