Daily News BD Online

মহাদেবপুরে ট্রাকের চাপায় সাইকেল আরোহী নিহত


আব্দুল ওয়াদুদ, মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি :

নওগাঁর মহাদেবপুরে একটি দ্রুতগামী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে রনি হোসেন (২৪) নামে এক বাইসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি উপজেলার ভীমপুর ইউনিয়নের একডালা গ্রামের মোতাহার হোসেনের ছেলে। শুক্রবার সকালে মহাদেবপুর-নওগাঁ পাকা সড়কের নওহাটা মোড় নামক স্থানে এই দূর্ঘটনা ঘটে।
নিহতের পারিবারিক সূত্র জানায়, সকাল ৯টার দিকে রনি বাইসাইকেলযোগে বেরিয়ে নওহাটা মোড়ে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক তাকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফ্ফর হোসেন জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন