Daily News BD Online

রায়গঞ্জ বন্ধুসভার সহমর্মিতার ঈদ বাজার খাদ্যসামগ্রী উপহার বিতরণ করা হয়েছে

 


পাপপু কুমার দে, রায়গঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের রায়গঞ্জে প্রতিবন্ধী ও বিধবা পরিবারের মাঝে সহমর্মিতার ঈদ উপহার হিসেবে ঈদ বাজার খাদ্যসামগ্রী বিতরণ করেছেন প্রথম আলো রায়গঞ্জ বন্ধুসভা।
বন্ধুসভার কেন্দ্রীয় পরিষদের নির্দেশনা অনুসারে প্রতিবারের ন্যায় এবারো ‘সহমর্মিতার ঈদ’কার্যক্রমে স্বতস্ফুর্তভাবে অংশগ্রহণ করে রায়গঞ্জ বন্ধুসভা। রায়গঞ্জ বন্ধুসভার উপদেষ্টা ও বন্ধুদের নিজস্ব অর্থায়নে ১০টি পরিবারকে ঈদ বাজার হিসেবে খাদ্যসামগ্রী উপহার দিয়েছেন। এসব খাদ্যসামগ্রীর মধ্যে উল্লেখযোগ্য ছিলো মুরগী, পোলাওয়ের চাল, ডাল, তেল, লবণ, চিনি,লাচ্ছা,সেমাই,দুধ,আদা,রসুন,পেয়াজ,কাচামরিচ, আলু ও মসলা।
১৭ এপ্রিল সোমবার বেলা ১১ ঘটিকায় রায়গঞ্জের বিভিন্ন গ্রাম ঘুরে প্রতিবন্ধী ও অসহায় বিধবা পরিবারের মাঝে এসব উপকরণ বিতরণ করেন বন্ধুরা।

রায়গঞ্জ বন্ধুসভার ঈদ বাজার খাদ্যসামগ্রী পেয়ে কেঁদে ফেলেন রায়গঞ্জ উপজেলার ব্রহ্মগাছা ইউনিয়নের দৈবুজ্ঞাতী গ্রামের বিধবা নারী আয়তনী বেগম (৭৫)। অশ্রুসিক্ত নয়নে ভাঙা গলায় বলে ওঠেন, তোমরা আমাকে এইগুলা কিহামে দিত্যাছো?
একই এলাকার আরেক বিধবা নারী সালেকা বেগম (৭০) বলেন, ঈদের আগে এতোগুলা বাজার একসাথে পাবো কল্পনা করি নাই।
রায়গঞ্জ পৌরসভার ৮ নং ওয়ার্ডের প্রতিবন্ধী বিধবা নারী মনোয়ারা বেগম (৬৫) কিছুদিন আগে পরে গিয়ে বাম পায়ের পাতা ভেঙে গেছে। প্রতিবন্ধীর কারণ ডান পা আগে থেকেই বিকল তার। বারান্দার মাটিতে পাটি পেরে শুয়ে ছিলেন। হঠাৎ বন্ধুসভার বন্ধুদের আগমনে তাদের নিকট থেকে ঈদ বাজার খাদ্যসামগ্রী পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন তিনি। দোয়া করে বলেন আল্লাহ আপনাদের ভালো করুক।

এই আয়োজনে উপস্থিত ছিলেন রায়গঞ্জ বন্ধুসভার উপদেষ্টা ডাঃ মোঃ মাহমুদুল হক মাহমুদ, মোঃ সেলিম রেজা খোন্দকার, সভাপতি, উজ্জ্বল কুমার মাহাতো, সাবেক সভাপতি মোঃ আতিকুল ইসলাম, সাধারণ সম্পাদক রাজু আহমেদ রকি, সাংগঠনিক সম্পাদক মোঃ মোস্তফা আলমগীর খান ও সদস্য হৃদয় কুমার মাহাতো।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন