Daily News BD Online

মুরাদনগরে "বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ" শীর্ষক কর্মশালা


কে এম শারফিন শাহ্ (কুমিল্লা) :

কুমিল্লার মুরাদনগর উপজেলায় বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলার কবি কাজী নজরুল মিলনায়তনে সুইজারল্যান্ডের অর্থিক সহায়তায় ও  রিইন্টিগ্রেশন অব মাইগ্রেন্ট ওয়ার্কার্স ইন বাংলাদেশ ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রেশন প্রোগ্রামের আওতায় এই কর্মশলার আয়োজন করে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম।


উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলাউদ্দিন ভূইয়া জনীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুরাদনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সানোয়ারা বেগম লুনা।
সেক্টর স্পেশালিস্ট কাউন্সিলীং ওসমান গনির সঞ্চালনায় কর্মশালায় বক্তব্য রাখেন, উপজেলা সমাজসেবা অফিসার বরুন চন্দ্র দে, কুমিল্লা জেলা ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের কো-অর্ডিনেটর আব্দুর রহিম, সেক্টর স্পেশালিস্ট তানভির হাছান, বিদেশ ফেরত আলামিন প্রমূখ। 


এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলন প্রাণী সম্পদ কর্মকর্তা মোহাম্মদ আলী, মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী ফরিদ আহম্মেদ, যুব উন্নয় কর্মকর্তা কাজী মোঃ জিকরুর রহমান, ফিল্ড আর্গানাইজার রেবেকা শুলতানা নিপাসহ উপজেলার অন্যান্য বিভিন্ন ভিন্ন সহযোগী সংগঠন সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন