মোঃ হুমায়ুন কবির (আপন), বাগেরহাট প্রতিনিধি :
বাগেরহাটে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার নব গঠিত জেলা, পৌর ও সদর উপজেলা কমিটির মত বিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ এপ্রিল) সকালে জেলা প্রসাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে বক্তৃতা করেন জেলা প্রশাসক মোহম্মদ আজিজুর রহমান। মানবাধিকার বাস্তবায়ন সংস্থার জেলা শাখার সভাপতি এ্যাডভোকেট মেহেরুন নেছার সভাপতিত্বে ও সাধারন সম্পাদক সৈয়দ শওকত হোসেনের সঞ্চলনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সাবিক) হাফিজ আল আসাদ, বিশিষ্ঠ শিক্ষাবিদ অধ্যপক মোজাফ্ফর হোসেন, অধ্যপক চৌধরী আব্দুর রব, সংগঠনের খুলনা বিভাগীয় সমন্বয়কারী এ্যাডভোকেট মমিনুল ইসলাম। এসময় অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন পুলিশ পরিদশক আব্দুর রাজ্জাক, সংস্থার সদর উপজেলা কমিটির সভাপতি এ্যাডভোকেট এস. এম. মাহবুব মোর্শেদ লালন, পৌর শাখার সভাপতি কল্লোল সরকার, সাধারন সম্পাদক এ্যাডভোকেট ফয়সাল আরেফিন, জেলা শাখার সংস্কৃতিক বিষয়ক সম্পাদক নারগীস আক্তার লুনা,সদর উপজেলা শাখার সহ সাধারন সম্পাদক সরদার ইমরান করি রোমেল, জেলা শাখার নির্বাহী সদস্য সুনয়না রায়, পৌর শাখার দপ্তর সম্পাদক ওমর আলী প্রমূখ।
Tags
বাংলাদেশ