আব্দুল খালেক, গোদাগাড়ী, রাজশাহী : রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় বৃষ্টির জন্য ইস্তেস্কার সালাত আদায় করা হয়েছে। আজ ২০ এপ্রিল সকাল ৮টার দিকে গোদাগাড়ী উপজেলার লালবাগ হেলিপ্যাড ময়দানে ইসতেস্কার নামায আদায় করা হয় সালাতে ইমামতি করেন ওবাইদিয়া মাদরাসার প্রধান শিক্ষক ও স্কুলপাড়া মসজিদের খতিব মাও. আব্দুল মুমিন, বক্তব্য দেন জয়নুল আবেদীন মাদরাসার শিক্ষক ক্বারী আব্দুল মুমিন, শাহসুলতান কামিল মাদরাসার প্রভাষক মাও: দুরুল হোদা প্রমুখ। আয়োজন করেন নাগরিক স্বার্থ সংরক্ষণ কমিটির সভাপতি এ্যাড. সালাহ উদ্দীন বিশ্বাস।
নামাযে শত শত মুসল্লী অংশগ্রহণ করেন। অনাবৃষ্টির কারণে কানুষ কায়োমনোবাক্যে আল্লাহর দরবারে দোয়া করেছেন। এদিকে অনাবৃষ্টির কারণে মানুষজন বাড়ী থেকে বের হতে পারছেন না। ৪২/৪৩ ডিগ্রী সে. তাপমাত্রা। রৌদ্রের তাপদাহে খাঁ খাঁ করছে। অপর দিকে ঘন ঘন বিদ্যুৎ না থাকার কারণে জনগণের নাভিস্যাস উঠেছে চরমে।
Tags
বাংলাদেশ