ফাইল ছবি
মো: সোহেল রানা, হিলি (দিনাজপুর) : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা ৬ দিন বন্ধ থাকার পর হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মাঝে পণ্য আমদানি-রপ্তানি শুরু হয়েছে।
আজ মঙ্গলবার বেলা ১১টায় ভারত থেকে একটি পণ্যবাহী ট্রাক হিলি বন্দরে প্রবেশের মধ্য দিয়ে এই কার্যক্রম শুরু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন হিলি পানামা পোর্টের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাব মল্লিক।
তিনি আরও জানান, ঈদ উপলক্ষে ১৯ এপ্রিল থেকে ২৪ এপ্রিল পর্যন্ত এই বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ ছিল। তবে ছুটি শেষে আজ মঙ্গলবার সকাল থেকে ফের আমদানি-রপ্তানি শুরু হয়েছে। সেই সাথে বন্দরে কর্মব্যস্ততা ফিরতে শুরু করেছে।
Tags
বাংলাদেশ