Daily News BD Online

আখাউড়ার মুবাশ্বির সৌদি আরবে ইন্তেকাল


সজল আহাম্মদ খান, আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :

মুবাশ্বির আখাউড়া উপজেলার দক্ষিণ ইউনিয়নের গাজীর  বাজারের ব্যবসায়ী ও সাহেব নগর গ্রামের জাহের ভূঁইয়ার ছেলে। তিনি সৌদি আরবের জেদ্দায় নিজ বাসায় মঙ্গলবার স্ট্রোক করে মারা যান। সেখান থেকে তার এক বন্ধু বিকেলে মোবাইল ফোনের মাধ্যমে বাড়িতে মৃত্যুর খবর দেন। এদিকে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

মুব্বাশিরের ভগ্নিপতি মো. আল-আমিন চৌধুরী তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, আমাদের কাছে তার বন্ধু মোবাইলে তার মৃত্যুর খবর দেন। গতকাল রাতে আমার সঙ্গে তার ফোনে কথা হয়। তিনি বলছিলেন পরিবারের লোকজনকে নিয়ে একটি প্রাইভেটকারে করে বিমানবন্দরে যাওয়ার জন্য। সৌদি থেকেই গাড়ি ভাড়ার টাকা তিনি আগেই পাঠিয়ে দেন। এরমধ্যে বাড়িতে আসতে সব প্রস্তুতি শেষ করেন। চাহিদা অনুযায়ী কেনাকাটাও করেন। আমাদের চিন্তা ছিল এবার তাকে বিয়ে করাবো। বিষয়টি সেও জানতো।

তিনি বলেন, গত ২০ দিন আগে তার শরীর খাবাপ হলে আমরা বলেছি দেশে যখন আসছো চিকিৎসা এখানে করাবো। কোনো চিন্তা করো না। এরইমধ্যে দেশে আসার একদিন বাকি থাকতেই তার আর দেশে আসা হলো না। স্বপ্ন পূরণের আগেই নিভে গেল তার লালিত স্বপ্ন। এভাবে চলে যাবে তা কখনো ভাবতে পারিনি।

স্থানীয় বাসিন্দা মো. হান্নান ভূইয়া বলেন, তিনি একজন ভালো ছেলে ছিলেন। ছোটবেলা থেকেই স্বপ্ন দেখতেন বড় হওয়ার। সৌদিতে ভালো কোম্পানিতে কাজ পেয়ে তার অবস্থা পরিবর্তন দেখে খুবই ভালো লাগছিল। এলাকার মানুষের প্রতি ছিল ভালো দৃষ্টি। যখন যা প্রয়োজন শোনা মাত্র দেওয়ার চেষ্টা করতেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন