নিজস্ব প্রতিবেদক (চট্টগ্রাম) :
গত ১২ এপ্রিলে চকবাজার, ছিনতাই চোর পকেটমারের মুলহুতা মহানগর যুবদল নেতা বাদশার আপন ভাগিনা মোঃ ইফতি আহম্মেদ প্রকাশ পকেটমার ইফতি চকবাজার থানা পুলিশ গ্রেফতার করে।সে চকবাজার ধনিরপুল এলাকায় মোবাইল চুরি করে পালিয়ে যাওয়ার সময় লোকজন ধরে ৯৯৯ ফোন করে পুলিশ হাতে ধরিয়ে দেয়।অনুসন্ধানে জানা যায় যুবদল নেতা বাদশা,নেতৃত্বে ইফতি সবসময় লোকজন নিয়ে তার মিছিল মিটিংয়ে সবসময় উপস্থিত থাকতো।তার একটি বিশাল বাহিনী রয়েছে,বর্তমানে তারা গাঁ ডাকা দিয়েছে।
Tags
বাংলাদেশ