Daily News BD Online

সৌদি আরবকে অনুসরণ করে বাউফলের ১৫ মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত


 মো. দুলাল হোসেন (বাউফল) :

পটুয়াখালীর বাউফল উপজেলার ১৫টি জামে মসজিদে শুক্রবার সকালে ঈদের 

জামাত অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রামের পশ্চিম এলাহাবাদ শাহ্ 

মমতাজিয়া দরবারের অনুসারিরা শুক্রবার সৌদিআরবের সঙ্গে মিল রেখে শুক্রবার ঈদুল ফিতর উদযাপন করছে। 

সংশ্লিষ্ট সূত্র জানায়, পশ্চিম এলাহাবাদ শাহ্ মমতাজিয়া দরবারের 

বর্তমান পীর হযরত মাওলানা আলহাজ্ব মোহাম্মদ আলী। পাকিস্তান 

শাসনামলে বাকেরগঞ্জের সুন্দরকাঠী গ্রামের তাজউদ্দিন আহমেদ নামের 

এক ব্যক্তি বাউফল থানায় কনষ্টেবল পদে চাকুরি করতেন। তিনিই এই 

এলাকায় প্রথম মমতাজিয়া দরবারের খাদেম হিসেবে কাজ শুরু করেন। এক 

পর্যায়ে তাজউদ্দিন আহমেদ কনষ্টেবল পীর হিসেবে পরিচিতি পান। এরপর 

থেকে কনষ্টেবল পীরের অনুসারিরা বাউফলের বিভিন্ন গ্রামে সৌদি 

আরবের সঙ্গে সময়ের মিল রেখে ঈদুল ফিতর উদযাপন করেন। 

প্রতিবছরের মতো এবারও সৌদি আরবের সঙ্গে মিল রেখে শুক্রবার বাউফলের নাজিরপুর ইউনিয়নের তাতেরকাঠি তালুকদার বাড়ি, মদনপুরা রুস্তম আলী মৃধা বাড়ি, চন্দ্রপাড়া বড় হাওলাদার বাড়ি, কনকদিয়া খান বাড়ি, বীরপাশা সরদি কাশেম খলিফা বাড়ি, বালিয়া, চাঁদপাল, শাপলাখালী, ধাউড়াভাঙ্গা, রাজনগর, শাপলাখালী তালুকদার বাড়ি, দ্বিপাশা লতিফ হাওলাদার বাড়ি, পশ্চিম দ্বিপাশা হাওলাদার বাড়ি, কায়না নছর উদ্দিন মোল্লা বাড়ি ও সাবুপুরা আলাউদ্দিন মৃধা বাড়ি জামে মসজিদে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়। শাহ্ মমতাজিয়া দরবার ও কনষ্টেবল পীরের অনুসারী বাউফল উপজেলার বিলবিলাস গ্রামের শাহজাহান মুন্সি বলেন, ১৫টি জামে মসজিদে আমরা ঈদুল ফিতরের নামাজ আদায় করেছি। সবাইকে ঈদুল 

ফিতরের শুভেচ্ছা। আমরা সকল মুসলিম উম্মাহর জন‍্য শান্তি ও সমৃদ্ধময় জীবন কামনা করছি সকলের জীবন যেন অনাবিল সুখ আনন্দে ভরে ওঠে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন