মোঃ কবির হাওলাদার, পটুয়াখালী জেলা প্রতিনিধি :
পটুয়াখালী জেলার দশমিনা উপজেলার বুড়াগৌড়াঙ্গ নদে বরযাত্রীবাহী ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ থাকা বর রাব্বি হাওলাদার (২০), তাঁর মা সেলিনা আক্তার (৪০) ও শিশু খাদিজার (৫) মরদেহ উদ্ধার করা হয়েছে। ট্রলারডুবির ৩৮ ঘণ্টা পর আজ রোববার সকাল ৭টার দিকে বুড়াগৌড়াঙ্গ নদের গলাচিপা উপজেলা বন্যাতলি সংলগ্ন এলাকার একই স্থান থেকে মা ও ছেলের লাশ উদ্ধার করে স্থানীয় জেলেরা এবং ৪১ ঘণ্টা পর সকাল ১০টার দিকে একই এলাকা থেকে শিশু খাদিজার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরিদল।দশমিনা ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার মোঃ আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নিখোঁজদের স্বজনরা মরদেহ শনাক্ত করেছেন। পরে মরদেহ তিনটি পুলিশের কাছে হস্তান্তর করা হয়।এ নিয়ে ট্রলারডুবির ঘটনায় মোট চারজনের মরদেহ উদ্ধার হয়েছে। এর আগে ঘটনার পরপরই বরের ফুফু লিপি বেগমের (৩০) মরদেহ উদ্ধার করা হয়েছিল।এখনও শিশু মানসুরা (৮) নিখোঁজ রয়েছে। তার সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার মোঃ আনোয়ার হোসেন । শুক্রবার বিকেলে দশমিনা উপজেলার চর বোরহান থেকে নববধূ নিয়ে নিজ বাড়ি একই উপজেলার আউলিয়াপুরে ফিরছিলেন রাব্বি হাওলাদার ও তার স্বজনরা। আকস্মিক কালবৈশাখির ঝড়ের কবলে পড়ে বর-কনেসহ ট্রলারটি ডুবে যায়।
Tags
বাংলাদেশ