Daily News BD Online

কমলগঞ্জে আবারো ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল এক নারীর।


আব্দুল হামিদ, জেলা প্রতিনিধি :
শনিবার সকাল সাড়ে ৮টার দিকে কমলগঞ্জ পৌরসভার গোপালনগর রেলগেট এলাকায় ঢাকাগামী আন্তঃনগর কালনী এক্সপ্রেসে কাটা পড়ে ওই নারীর মৃত্যু হয়।

স্থানীয়রা জানান, স্বর্ণা মানসিক রোগী ছিলেন। তিনি পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের গোপালনগর গ্রামের মৃত সীতেশ দেবের মেয়ে। তার শ্বশুর বাড়ি কুলাউড়া উপজেলার ভাটেরা এলাকায়। স্বর্ণার তিন বছর বয়সী এক সন্তান রয়েছে।

ভানুগাছ রেলস্টেশন মাস্টার কবির আহমদ বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার বিষয়টি শ্রীমঙ্গলের রেলওয়ে থানা পুলিশকে জানানো হয়েছে। কাটা পড়া ব্যক্তির নাম-পরিচয় এখনো জানা যায়নি।

কমলগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) পবিত্র শেখর দাস বলেন, শ্রীমঙ্গল রেলওয়ে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। স্বর্ণা নামে ওই নারী তার বাবার বাড়িতে বেড়াতে এসে এই দুর্ঘটনার শিকার হন।


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন