Daily News BD Online

মুন্সীগঞ্জ জেলায় শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন আমিনুল ইসলাম


মোফাজ্জল হোসেন, মুন্সীগঞ্জ প্রতিনিধি :


মুন্সীগঞ্জ জেলার ৬ থানার মধ্যে জানুয়ারি মাসে শ্রেষ্ঠ অফিসার্স ইনচার্জ (ওসি) হলেন শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম। মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে গত মঙ্গলবার অনুষ্ঠিত সভায় তাকে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত করা হয়। মাসিক অপরাধ সভায় পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজুর রহমান আল-মামুন বিপিএম, পিপিএম সম্মাননা স্মারক ও পুরষ্কার তুলে দেন।

পুলিশ সুপার অফিস সূত্রে জানাযায়, জেলার সাতটি থানার মধ্যে তার সামগ্রীক কর্মতৎপরতায় শ্রীনগর থানার ওসি আমিনুল শ্রেষ্ঠ হয়েছেন। এই সম্মাননার মধ্য দিয়ে তার আগামী দিনের দায়িত্ববোধ আরও বাড়বে আশা করি। পাশাপাশি শ্রীনগরের জনগণ আরও ভালো সেবা পাবে।

এ প্রসঙ্গে ওসি আমিনুল ইসলাম বলেন, এ পুরষ্কার আমাকে আগামীতে জনগণকে আরও বেশি সেবা দিতে অনুপ্রেরণা জোগাবে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন