Daily News BD Online

কোতয়ালীতে অসহায় ও গরিবদের মাঝে ইসলামী আন্দোলনের ঈদ সামগ্রী বিতরণ


নিউজ ডেস্ক :
রাজধানীতে সুবিধাবঞ্চিত গরিব ও অসহায় মানুষের মাঝে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের কোতয়ালী থানা শাখার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। শতাধিক গরিব ও অসহায় মানুষের মাঝে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়। সামগ্রী মধ্যে রয়েছে পোলাও চাল, সয়াবিন তেল, দুধ, চিনি, সেমাই ও নগদ টাকা।

নগরীর বাবুবাজার জুমআ মসজিদে আজ শুক্রবার সকালে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দলের সহকারি মহাসচিব এবং ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মাদ ইমতিয়াজ আল। কোতয়ালী থানা সভাপতি বীল মুক্তিযোদ্ধা আবুল কাশেমের সভাপতিত্বে এবং সেক্রেটারী ডা. এস এম জাকির হোসেনের পরিচালনায় ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক মাওলানা আহম আবদুল কাইয়ূম, নগর  সাংগঠনিক সম্পাদক মাওলানা কেএম শরীয়াতুল্লাহ, বাবু বাজার জুমআ মসজিদের খতীব মুফতী জিয়া বিন নূল, বিশিষ্ট সমাজসেবক মোঃ জাকির হোসেন রনি ও মোতওয়াল্লী আলহাজ্ব টিপু সুলতান। অন্যনান্যের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াদুদ, মুক্তিযোদ্ধা আবদুস সাত্তার, আলহাজ্ব আমিরুল ইসলাম, হাফেজ মাওলানা রুহুল আমীণ, হাজী ওসমান গণি ও আলহাজ্ব শামসুল হক প্রমুখ।

 

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মুহাম্মাদ ইমতিয়াজ আলম বলেন, ইসলামী আন্দোলন দেশে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন নিয়ে কাজ করছে। ইসলামের সৌন্দর্য যদি কোন মানুষ দেখতে পারতো তাহলে কোন দিন ইসলাম থেকে দূরে থাকতো না। সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো সামর্থ্যবানদের উপর আবশ্যকীয় কর্তব্য। ইসলামী আন্দোলন বাংলাদেশ অতীতেও সুবিধা গরিব ও অসহায়দের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে, ইনশাআল্লাহ।  তিনি বলেন, দেশের সর্বস্তরের সামর্থ্যবান ব্যক্তিবর্গের প্রতি সুবিধাবঞ্চিতদের পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি।

আহমদ আবদুল কাইয়ূম বলেন, ইসলাম শান্তি, কল্যাণ ও মানবতার ধর্ম। ইসলামের কাজই হলো মানুষের কল্যাণ সাধন করা। ইসলাম শান্তির বার্তা নিয়ে পৃথিবীতে এসেছে। কাজেই ইসলামের ছায়াতলে আসলে কোন মানুষ অশান্তিতে থাকবে না। তিনি সকলকে ইসলামের সুমহান আদর্শে ফিরে আসার আহ্বান জানা।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন