মোঃ আমিরুল ইসলাম, শাহজাদপুর, (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ বুধবার সকাল ১০টায় আওয়ামী লীগ কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে দলীয় কার্যালয়ে কৃষক লীগের ৫০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উপজেলা কৃষকলীগের সভাপতি কেএম শরিফুল ইসলাম মনির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জসিম উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও স্থানীয় এমপি প্রফেসর মেরিনা জাহান কবিতা। এ ছাড়াও উপজেলা আওয়ামীলীগর সহ সভাপতি রফিকুল ইসলাম বাবলা, সহ সভাপতি সাইফুল ইসলাম, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মনিরুল গণি চৌধুরী শুভ্র, গাঁড়াদহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সেলিম আক্তার, উপজেলা কৃষকলীগের সহ সভাপতি আলমগীর হোসেন মিস্টার, সহ সভাপতি হেলাল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক রইচ উদ্দিন সহ উপজেলা ও ইউনিয়ন কৃষক লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দেশের কৃষির উন্নয়ন এবং কৃষকের স্বার্থ রক্ষার জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালের ১৯ এপ্রিল বাংলাদেশ কৃষক লীগ প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠাকাল থেকে কৃষক লীগ কৃষকদের সংগঠিত করা, তাদের দাবি আদায় এবং দেশের সব গণতান্ত্রিক আন্দোলনে গৌরবোজ্জ্বল ভূমিকা পালন করে আসছে।
Tags
বাংলাদেশ