মোঃ হাবিব মিয়া, নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি :
কিশোরগঞ্জ নিকলীতে ২২শে এপ্রিল ২০২৩ইং ঈদুল ফিতরের দিন রোজ শনিবার বিকাল ২.৩০ ঘটিকায় নিকলী পুকুরপাড় মাদ্রাসা প্রাঙ্গনে নিকলী হিলফুল ফুজুল সমাজ কল্যাণ সংঘের আয়োজনে, মাওঃ মোঃ আবে কাউছারের সঞ্চালনায়, ক্বারী মাহাবুবুল আলম এর ব্যবস্থাপনায়, নিকলী উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান রিয়াজুল হক আয়াজ এর সভাপতিত্বে, ১৫ তম ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগীতা-২০২৩ অনুষ্ঠিত হয়। প্রতিযোগীতার দুইটি বিষয়ে ৩টি গ্রুপের মধ্যে পবিত্র কোরআন তেলায়াতে বড় গ্রুপে ১ম স্থান অর্জন করেন ওয়ালি উল্লাহ, করিমগঞ্জ, মধ্যম গ্রুপে ১ম স্থান অর্জন করেন শেখ আলিফ,পুকুরপাড়, ছোট গ্রুপে ১ম স্থান অর্জন করেন শেখ জামিল, পুকুরপাড়। ইসলামী গজল পরিবেশনে বড় গ্রুপে ১ম স্থান অর্জন করেন মোঃ লোকমান, দামপাড়া কামালপুর, মধ্যম গ্রুপে ১ম স্থান অর্জন করেন মোঃ আলী হোসাইন, নানশ্রী, ছোট গ্রুপে ১ম স্থান অর্জন করেন মরিয়ম,পুকুরপাড়। উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, নিকলী উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান রিয়াজুল হক আয়াজ। বিচারক হিসাবে উপস্থিত ছিলেন, মোহরকোনা আশরাফিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওঃ মাহাবুবুর রহমান, নিকলী ঐতিহাসিক ঈদগাহের মাঠের ইমাম মাওঃ আবুল কালাম আজাদ, নিকলী জি.সি. পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মাওঃ মোঃ আব্দুল্লাহ আল-মহসিন। সময় উপস্থিত ছিলেন, হুমায়ুন কবীর, ওসি (তদন্ত) রাজনগর থানা, মৌলভীবাজার, পুকুরপাড় জামে মসজিদের ইমাম মাওঃ এ.জে.এম শাহাব উদ্দিন, নিকলী সদর ৪নং ওয়ার্ড মেম্বার মোঃ নজরুল ইসলাম, মোঃ জামাল উদ্দিন সরকার, মৌলভী মোঃ সোনালী নূরী, শফিকুল আলম, মোঃ এরশাদ, হাবিব মিয়া, মোঃ নাজমুল, মোকাম্মেল হোসেন, ক্বারী আওয়াল সহ প্রতিযোগীবৃন্দ ও গণমান্যব্যক্তিবর্গ । সার্বিক দায়িত্বপালন করেন, আব্দুল্লাহ, মোঃ শিহাব উদ্দিন, মাওঃ মোঃ আব্দুল লতিফ, মোঃ মিজানুর রহমান, আজিজুল হক আনাস, আলমাছ, মোঃ বদরুদ্দীন, মোঃ সারুয়ার, রাতুল, মোঃ সুজন মিয়া, মোঃ রিয়েল, মোঃ সিয়াম সহ নিকলী হিলফুল ফুজুল সমাজ কল্যাণ সংঘের সকল সদস্যবৃন্দ। অনুষ্ঠান শেষে সকল প্রতিযোগীদের মাঝে স্থান অনুপাতে পুরস্কার বিতরণ ও দোয়া মুনাজাত করা হয়।
Tags
বাংলাদেশ