Daily News BD Online

বুড়িচংয়ে মাঠ উদ্ধোধন উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ ও ঈদ পূর্ণ মিলনী


সৌরভ মাহমুদ হারুন, বুড়িচং (কুমিল্লা) :

রোববার বিকালে কুমিল্লার বুড়িচং উপজেলার সদর ইউনিয়নের হরিপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের বিশাল মাঠ উদ্ধোধন উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ ও ঈদ পূর্ণ মিলনী  অনুষ্ঠিত হয় ।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবং হরিপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের বিশাল মাঠ উদ্বোধন করেন সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আলহাজ্ব জয়নাল আবেদীন। 
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের  সিনিয়র তথ্য অফিসার শরীফ মাহমুদ অপু। 
 হরিপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মোঃ জাহাঙ্গীর আলম মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন যৌথ ভাবে  মোঃ ইকবাল হোসেন মাস্টার ও সাংবাদিক মোঃ হাসান মাস্টার। 

প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বুড়িচং সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জাবেদ কাউসার সবুজ। 
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন হরিপুর আদর্শ উচ্চ বিদ্যালয় এর সভাপতি হাজী মোঃ  ফরিদ  উদ্দিন খান,  প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সদর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি  আওয়ামী লীগের সভাপতি হাজী নেওয়াজ আলী সরদার ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা হাজী সিরাজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মুসলেম উদ্দিন খান, আবুল হোসেন মাস্টার, অহিদুর রহমান মাস্টার, কুমিল্লা প্রেস ক্লাবের সহ-সভাপতি সাংবাদিক নজরুল ইসলাম দুলাল, হাজী ফজর আলী উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক কাইয়ুম খান, ফজলুর রহমান মেমোরিয়াল কলেজ অফ টেকনোলজির সহকারী অধ্যাপক রবিউল আলম ও মনিরুল ইসলাম, হরিপুর আদর্শ উচ্চ বিদ্যালয় সাবেক সভাপতি দেলোয়ার হোসেন,  মোঃ মামুন  মিয়া মেম্বার, মোঃ রফিকুল ইসলাম ব্যাংকার, বাবুল সরদার, জহিরুল ইসলাম গোল্ডেন, যুবলীগ নেতা আমিনুল ইসলাম রাসেল, কবির খান, বুড়িচং উপজেলা সজিব ওয়াজেদ জয় পরিষদের সভাপতি এনামুল হক শান্ত,ডালিম, মাহফুজ খান, স্বেচ্ছাসেবক লীগ নেতা আকরামুল হক লিটন, তাজুল ইসলাম মাস্টার, জুয়েল, এমরান, ইকরামুল ।
 

উদ্ধোধন উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচে পূর্ণমতি ফুটবল একাদশ ৫-৪ গোলে হরিপুর জরুইন যদুপুর একাদশ হারিয়ে চ্যাম্পিয়ন হয় । 
অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বুড়িচং সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ইন্জিনিয়ার জয়নাল আবেদীন চেয়ারম্যানের সন্তান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার শরীফ মাহমুদ অপু ।
শরীফ মাহমুদ অপু বলেন পূর্ণমতি হরিপুর জরুইন যদুপুর গ্রামের যুবসমাজ কে মাদক ও অনলাইনের ব্যাধি থেকে দূরে রাখার জন্য এই মাঠ ভরাট করে দিয়েছি । আমি চাই ছেলেরা খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকুক ।। খেলা শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথি বৃন্দ বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন। 


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন