Daily News BD Online

পুকুর নিয়ে বিরোধ, সিরাজগঞ্জে একজনকে কুপিয়ে হত্যা, আহত ১০


খন্দকার মোহাম্মাদ আলী, .সিরাজগঞ্জ প্রতিনিধি :

পুকুরে মাছ চাষ নিয়ে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় প্রতিপক্ষের হামলায় জামাল উদ্দিন প্রামানিক (৫০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। সংঘর্ষের ঘটনায় পুলিশ ৯ জনকে গ্রেপ্তার করেছে। এঘটনায় এলাকাজুড়ে উত্তেজনা বিরাজ করছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।


সংঘর্ষের ঘটনায় রেজাউল, মানিক, শাহ আলম, মোশারফ প্রামানিক, ইমরান হোসেন, লিপি রায়, জুলমত সহ উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে। আহতদের সিরাজগঞ্জের ২৫০ শয্যা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল ও বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রবিবার সকাল ৯টার দিকে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার মোহনপুর ইউনিয়নের দত্তপাড়া এলংজানি গ্রামে এই হামলার ঘটনা ঘটে।

নিহত জামাল প্রামানিক উল্লাপাড়া উপজেলার মোহনপুর ইউনিয়নের দত্তপাড়া এলংজানি গ্রামের মোশারফ প্রামানিকের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানাযায়, দত্তপাড়া এলংজানি গ্রামের ঠান্ডু মোল্লার গ্রæপের সাথে মোশারফ প্রামানিকের গ্রæপের পুকুরের মাছ চাষ, জমি সংক্রান্ত বিরোধ ও অধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিলো। আজ সকালে ঠান্ডু মোল্লার গ্রæপের লোকজন বিরোধপূর্ণ্য পুকুরে মাছ ধরতে যায়। এসময় পুকুরের পাশে চায়ের চা দোকানে বসে আলোচনা করছিলেন মোশারফ প্রামানিকের গ্রæপের লোকজন। এক পর্যায়ে উভয়ের মধ্যে কথাকাটাকাটি হয়। এসময় ঠান্ডু মোল্লার গ্রæপের লোকজন লাঠি সোটা, ধারালো অস্ত্র নিয়ে তাদের উপর হামলা চালালে উভয়ের মধ্যে সংঘর্ষ বাঁধে। তারা জামাল প্রামানিককে কুপিয়ে হত্যা করে। এঘটনায় উভয়ের পক্ষের নারী সহ অন্তত ১০ জন আহত হয়।

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, অধিপত্য বিস্তার, জমি সংক্রান্ত ও পুকুর নিয়ে উভয়ের মধ্যে বিরোধ চলে আসছিলো। আজ পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। প্রতিপক্ষের হামলায় জামাল প্রামানিক নামে এক ব্যক্তি মৃত্যু হয়েছে। ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। ঘটনাস্থল থেকে ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন