সেলিম রেজা, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি :
গতকাল সোমবার (১৭ এপ্রিল) ২০২৩ সকাল ১০টায় জেলা প্রশাসন, চাঁপাইনবাবগঞ্জ-এর আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে 'ঐতিহাসিক মুজিবনগর দিবস এবং বাংলাদেশের স্বাধীনতা' শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মান্যবর জেলা প্রশাসক জনাব এ কে এম গালিভ খাঁন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আব্দুল ওদুদ, মাননীয় জাতীয় সংসদ সদস্য, চাঁপাইনবাবগঞ্জ-০৩ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ফেরদৌসী ইসলাম জেসি, মাননীয় জাতীয় সংসদ সদস্য, সংরক্ষিত মহিলা আসন-৩৮, চাঁপাইনবাবগঞ্জ; বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ রুহুল আমিন, চেয়ারম্যান, জেলা পরিষদ, চাঁপাইনবাবগঞ্জ; জনাব দেবেন্দ্র নাথ উরাঁও, উপপরিচালক (উপসচিব), স্থানীয় সরকার, চাঁপাইনবাবগঞ্জ; জনাব মোঃ আবুল কালাম সাহিদ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), চাঁপাইনবাবগঞ্জ; জনাব আহমেদ মাহবুব-উল-ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), চাঁপাইনবাবগঞ্জ ও বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট মোঃ আব্দুস সামাদ।
আলোচনা সভায় মুজিবনগর সরকার গঠনের ঐতিহাসিক প্রেক্ষাপট এবং বাংলাদেশের স্বাধীনতা তথা মুক্তিযুদ্ধে মুজিবনগর সরকারের ভূমিকা ও অবদান সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।
আরও উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ,
বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
Tags
বাংলাদেশ