Daily News BD Online

রূপগঞ্জ ক্বওমী মাদরাসা আঞ্চলিক শিক্ষাবোর্ডের মেধা তালিকায় মাঝিপাড়া মাদরাসার ২ শিক্ষার্থীর ১ম স্থান


মোঃ নওয়াব ভূঁইয়া, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি :

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় দ্বীনি শিক্ষার মানোন্নয়নে রূপগঞ্জ ক্বওমী মাদরাসা আঞ্চলিক শিক্ষা বোর্ডের ৮ম আঞ্চলিক পরিক্ষার প্রাথমিক মেধা তালিকার ফলাফল প্রকাশ করা হয়েছে। ১৪৪৩ হিজরী ২০২৩ সালের ৮ম আঞ্চলিক পরিক্ষায় ৪ বিভাগ থেকে দুই বিভাগে মেধা তালিকায় প্রথম স্থান অধিকার করে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়ে সুনাম অর্জন করেছেন মুহাব্বতপুর (মাঝিপাড়া) ইসলামিয়া আরাবিয়া মাদরাসার ২ শিক্ষার্থী। তারা হলেন ৩য় শ্রেণির ইবতিদাইয়্যা বিভাগের রিদোয়ান ও ৬ষ্ঠ শ্রেণির মিজান বিভাগের জারিফ শাহরিয়া। এছাড়াও অত্র মাদরাসায় ৮টি টেলেন্টপুলসহ  মোট ২৫ জন বৃত্তি লাভ করে।
৮ম আঞ্চলিক পরিক্ষায় রূপগঞ্জ উপজেলার ৫৫টি মাদ্রাসার সাড়ে ৮ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। ওই পরিক্ষায় ৭৩ জন টেলেন্টপুল ও সাধারণ ৩৭৬জন সহ  মোট ৪৪৯ জন শিক্ষর্থী উত্তীর্ণ হয়।  
মাদরাসার মুহতামিম  মাওলানা বেলাল হুসাইন মাদানী বলেন, রূপগঞ্জ উপজেলায় এবছর আমাদের মাদরাসায় শতভাগ পাসসহ ২জন টেলেন্টপুলে বৃত্তি লাভ করেছে। মাদরাসার এ ফলাফলে শিক্ষার্থী ও অভিভাবকেরা খুবই খুশি। এজন্য অভিভাবক ও এলাকাবাসী মাদ্রাসার পরিচালক এবং শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন