রফিকুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি :
কুষ্টিয়ার মিরপুরে অগ্নিকান্ডে বসতবাড়ি ও পানের বরজ পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে দাঁড়ালেন মিরপুর উপজেলার সুযোগ্য চেয়ারম্যান ও মিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব কামারুল আরেফিন। সোমবার (১৭ এপ্রিল) বিকেলের দিকে এসব সহায়তা সামগ্রী বিতরণ করা হয়েছে। এসব সহায়তা সামগ্রীর মধ্যে রয়েছে খাদ্য সামগ্রী, শাড়ী-লুঙ্গি ও সার-বীজ।
উল্লেখ্য, গত ১১ ও ১৩ এপ্রিল, ২০২৩-ইং পৃথক অগ্নিকাণ্ডের ঘটনায় মিরপুরের বেলগাছি, হাজরাহাটি ও আহাম্মদপুর গ্রামে কয়েকশ বিঘা পানের বরজ ও বসতবাড়ি পুড়ে যায়।
উক্ত সহায়তা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরপুর উপজেলার সুযোগ্য চেয়ারম্যান ও মিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব কামারুল আরেফিন। মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হারুন অর রশিদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সহায়তা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত মিরপুর উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল কাশেম জোয়ার্দার, সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান মর্জিনা খাতুন, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা জামসেদ আলী প্রমুখ ।
এ সময় মিরপুর উপজেলা চেয়ারম্যান কামারুল আরেফিন বলেন, ক্ষতিগ্রস্থ পরিবারসহ, পান বরজ, চাষীসহ ৯০ জন পরিবারের পাশে সম্মিলিতভাবে দাঁড়ানোর চেষ্টা করেছি। এর আগেও আমার ব্যাক্তিগত পক্ষ থেকে ১ লক্ষ টাকা সহায়তা করেছি।
Tags
বাংলাদেশ