Daily News BD Online

পল্লবী এলাকার শীর্ষ মাদক ব্যবসায়ী মোস্তাকের ছেলে সাইমন অবশেষে আটক


মিরপুর প্রতিনিধি :
রাজধানীর পল্লবী থানা এলাকার শীর্ষ মাদক ব্যবসায়ী মোস্তাকের ছেলে সাইমন পল্লবী থানা পুলিশের হাতে আটক হয়েছে। পল্লবী থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে।
পল্লবী এলাকা মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের জন্য বরাবরই কুখ্যাত। এই এলাকায় সবচেয়ে বড় সমস্যা অবৈধ মাদক হিরোইন। পল্লবী এলাকায় বিপথগামী কিছু ব্যক্তির অতিরিক্ত হিরোইন আশক্তির কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনের বাইরে চলে যায়। মাদকসক্তরা ছিনতাই, হত্যাসহ বিভিন্ন বড় রকমের অপরাধে প্রায় জড়িয়ে যায়। এই মাদক ব্যবসা একচ্ছত্র নিয়ন্ত্রণ করে মোস্তাক পরিবার। এই পরিবারের সদস্যদের হাতেই মূলত অবৈধ হিরোইন ব্যবসা চলে পল্লবী থানা এলাকায়। সেই মোস্তাকের সন্তান সাইমন প্রকাশ্যে মাদক বিক্রিকালে অবশেষে পল্লবী থানা পুলিশের হাতে আটক হয়েছে।
স্থানীয় ও পল্লবী থানা পুলিশ সূত্রে জানা যায়, গতকাল ১৮ এপ্রিল রাতে পল্লবী থানাধীন মিরপুর ১১ বাউনিয়াবাধ এলাকায় প্রকাশ্যে হিরোইন বিক্রিকালে এসআই জহির উদ্দিন আহমেদের নেতৃত্বাধীন পুলিশ ফোর্স কর্তৃক আটক হয়। এই সময় তার সাথে থাকা ৩৭ গ্রাম লুজ হিরোইনও জব্দ করা হয়।
এই বিষয়ে জানতে চাইলে এসআই জহির উদ্দিন আহমেদ বলেন, পল্লবী এলাকার সবাই জানে মোস্তাক পরিবারের হাতেই নিয়ন্ত্রণ হয় পল্লবী এলাকার সকল অবৈধ হিরোইন ব্যবসা। দীর্ঘদিন থেকেই এই মাদক ব্যবসায়ী পরিবারকে মাদক বিক্রিকালে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছিলাম। আজ হঠাৎ খবর পাই, বাউনিয়াবাধ এলাকায় একজন মাদক ব্যবসায়ী প্রকাশ্যে মাদক বিক্রি করছে। খবর পেয়ে দ্রুত অভিযান চালিয়ে সাইমনকে গ্রেফতার করতে সক্ষম হই। পরবর্তীতে জানতে পারি, সাইমন শীর্ষ মাদক ব্যবসায়ী মোস্তাকের ছেলে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন