Daily News BD Online

গাইবান্ধায় ৩ দিনব্যাপী বৈশাখী মেলার সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত


সঞ্জয় সাহা (গাইবান্ধা) :
গাইবান্ধায় ৩ দিনব্যাপী বৈশাখী মেলার সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

মেলায় অংশগ্রহণকারী ৩৩জন উদ্যোক্তাদের মধ্যে ৫জনকে সেরা ষ্টল হিসেবে বাচাই করে সনদপত্র ও ক্রেস্ট প্রদান করা হয়েছে। ৫জনের মধ্যে সেরা ষ্টল হিসেবে প্রথম স্থান অর্জন করেছে ফাতিহা হ্যান্ডিক্রাফট।


রবিবার রাতে গাইবান্ধা পৌরপার্কে বিজয়ীদের মধ্যে আনুষ্ঠানিকভাবে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে গাইবান্ধা অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) সুশান্ত কুমার মাহাতো'র নিকট হতে পুরস্কার গ্রহন করেন ফাতিহা হ্যান্ডিক্রাফট এর উদ্যোক্তা তাসলিমা আক্তার সহ অনেকে।

 
এ সময় উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা পুলিশের প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস) ইব্রাহিম হোসেন, গাইবান্ধা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জাহিদ হাসান সিদ্দিকী, বিসিক শিল্পনগরী গাইবান্ধার সহকারী মহাব্যবস্থাপক রবীন চন্দ্র রায়, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুজহাত তাসনীম আওন, এনডিসি জুয়েল মিয়া, উপসহকারী প্রশাসনিক কর্মকর্তা হাবিবুর রহমান সহ অনেকে।

“ফাতিহা হ্যান্ডিক্রাফট এর উদ্যোক্তা তাসলিমা আক্তার” অনুভূতি ব্যক্ত করে বলেন- মেলার আয়োজন করার জন্য ও সেরা ষ্টল হিসেবে আমার দোকানকে নির্বাচিত করে পুরস্কার প্রদান করার জন্য তিনি খুব খুশী। এ জন্য তিনি জেলা প্রশাসন ও বিসিক শিল্পনগরীর কর্মকর্তাদের ধন্যবাদ জানান। সে সাথে তিনি আরও বলেন- এই পুরস্কার মহিলা উদ্যোক্ত হিসেবে পাওয়া একটা বড় কৃতিত্ব। আগামীতে যেন দেশ সেরা হিসেবে পুরস্কার পাই এই কামনা করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন