ফারুক মিয়া, দেওয়ানগঞ্জ প্রতিনিধিঃ
জামালপুরের দেওয়ানগঞ্জ মডেল থানা পুলিশ কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা করে ভারতীয় তৈরী ১২৮ বোতল ফেন্সিডিল সহ বকুল মিয়া (৪১)কে গ্রেফতার ও ফেন্সিডিল পাচারে ব্যবহৃত সিএনজি জব্দ করা হয়েছে ১৭এপ্রিল সোমবার দিবাগত রাত্রে, গ্রেফতার কৃত আসামীর বাড়ি কুড়িগ্রাম জেলার রৌমারী থানাধীন উত্তর টাফুর চর গ্রামের মৃত আছমত আলীর ছেলে বকুল মিয়া।
দেওয়ানগঞ্জ থানাধীন পাথরেরচর ব্রীজের দক্ষিণ পাশ্বে টুল ঘরের সামনে পাঁকা রাস্তার উপর চেক পোষ্ট ডিউটি পরিচালনা করার সময় ভারতীয় তৈরী ১২৮ বোতল ফেন্সিডিল ব্যবহৃত ০১ টি রেজিষ্ট্রেশন বিহীন সিএনজি সহ তাকে গ্রেফতার করা হয়। সিএনজি জব্দ তালিকায় উঠানো হয়েছে।
দেওয়ানগঞ্জ মডেল থানা অফিসার ইনচার্জ শ্যামল চন্দ্র ধর জানান,এব্যাপারে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। যাহার মামলা নং-১৫ তারিখ-১৮/০৪/২০২৩ ধারা- ১৯৭৪ বিশেষ ক্ষমতা আইনের ২৫বি (১)(বি)। উক্ত মামলার ধৃত আসামীকে প্রয়োজনীয় পুলিশি প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হইয়াছে।
Tags
বাংলাদেশ