Daily News BD Online

বগুড়ার শিবগঞ্জে বস্তার গোডাউনে আগুন


নুরনবী রহমান, স্টাফ রিপোর্টারঃ

বগুড়ার শিবগঞ্জে বস্তার গোডাউনে আগুন লাগার ঘটনা ঘটেছে। সোমবার দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার মোকামতলা ইউনিয়নের লস্করপুর গ্রামে এঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের একটি ইউনিট।

স্থানীয়রা জানান, সোমবার দুপুরে লস্করপুর গ্রামের বস্তা ব্যবসায়ী আনিছুর রহমানের বস্তার গুদামে হঠাৎই আগুন লাগার ঘটনা ঘটে। এসময় পুরো গোডাউনে আগুন ছড়িয়ে পড়ে। দমকল বাহিনীকে খবর দিলে ঘটনাস্থলে এসে আধাঘন্টা যাবৎ চেষ্টা চালিয়ে তারা আগুন নিয়ন্ত্রণে আনেন।

এ বিষয়ে শিবগঞ্জ ফায়ার স্টেশনের স্টেশন অফিসার বেলজার রহমান বলেন আমি জানতে পেরে তাৎক্ষণিক আমরা ঘটনাস্থলে যাই। ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। কি কারনে আগুনের সুত্রপাত হয় তা এই মুহুর্তে বলতে পারছিনা। এঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটে নি।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন