মো: হাসান, স্টাফ রিপোর্টার : চট্টগ্রামে জব্বারের বলীখেলায় এবার গতবারের চ্যাম্পিয়ন জীবন বলীকে হারিয়ে আবারো চ্যাম্পিয়ন কুমিল্লা, হোমনার, কুস্তিগীর শাহজালাল। গতবারের চ্যাম্পিয়ন জীবন বলীকে হারিয়ে এবার কুস্তিগীর শাহজালাল চ্যাম্পিয়ন হন। শাহজালাল বলেন আমি দেশের যুবসমাজকে খেলাধুলায় উৎসাহিত করে করে যুব সমাজকে মাদকমুক্ত ও সুস্থ সমাজ গড়ে তুলতে চাই স্থানীয় সূত্র জানায়, শাহজালাল বলী ওমরাবাদ গ্রামের সহিদ মিয়ার বড় ছেলে। ৪ ভাই ২ বোনের মাঝে তিনি সবার বড়ো শাহজালাল।
Tags
বাংলাদেশ