Daily News BD Online

ঈদে বিভিন্ন চ্যানেল জুড়ে খায়রুল ওয়াসী'র ব্যস্ততা

তরুণ প্রজন্মের প্রতিভাবান সংগীতশিল্পী খায়রুল ওয়াসী

বিনোদন প্রতিবেদক :
তরুণ প্রজন্মের প্রতিভাবান সংগীতশিল্পী খায়রুল ওয়াসী। ঈদ উপলক্ষে প্রকাশ হচ্ছে তার বেশ কিছু গান। গানের পাশাপাশি টিভি লাইভে এসেও ভক্তদের সঙ্গে আড্ডা দিবেন তিনি। ঈদে বিভিন্ন চ্যানেলে এই সংগীত শিল্পী হাজির হবেন গান নিয়ে। এ সময় নিজের ব্যান্ড ও স্টুডিও ‘WASI WING’ নিয়েও কথা বলবেন।
ঈদের দ্বিতীয় দিন দুপুর ১২টা ১০ মিনিটে একুশে টেলিভিশনের আড্ডা ও গান নিয়ে কথা বলবেন জনপ্রিয় সংগীতশিল্পী খায়রুল ওয়াসী। একই দিন সরাসরি গান শোনাবেন রাত ১১টা ২০ মিনিটে।

ঈদের চতুর্থদিন বিটিভিতে সকালের অনুষ্ঠান ‘সুপ্রভাত’-এ ৮টায় সরাসরি দর্শকদের সঙ্গে আড্ডা দিবেন খায়রুল ওয়াসী। এছাড়া ঈদের সপ্তম দিন বাংলাভিশনে ঈদের নাটক ‘কিসমত’-এ গান নিয়ে থাকছেন তিনি।

ঈদের পঞ্চম দিন রাত ১০টা ৩০ মিনিটে সরাসরি সংগীত পরিবেশন করবেন গ্লোবাল টিভিতে। ঈদের সপ্তম দিন সকাল ১১টায় সরাসরি সংগীত পরিবেশন করবেন বৈশাখী টেলিভিশনে।


এসব প্রোগ্রামে তিনি পরিবেশন করবেন মৌলিক গান ‘সুখ পাখি’, ‘পারিসা’, ‘আমিতো আমার আছি, ‘গোপন প্রেম’, ‘প্রেমের লীলা খেলা’, ‘ভাবের ঔষধী’সহ বেশ কিছু গান।

আরটিভি মিউজিক থেকে প্রকাশ হচ্ছে খায়রুল ওয়াসী ও কনার দ্বৈত গান ‘রোমিও রানী’। সাধক হালিম বয়াতির কথা ও সুরে প্রকাশ হচ্ছে ‘বন্ধুয়ার লাগিয়া’, এএইচএম এনামুল হকের কথায় ও মুনতাসীর তুষারের সুর ও সংগীতে অক্ষর অরিজিনাল চ্যানেল থেকে ‘আখেরাত’সহ বেশ কয়েকটি গান।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন