Daily News BD Online

চৌহালীতে এসএসসি ও সমমান পরীক্ষা সংক্রান্ত মত বিনিময় সভা অনুষ্ঠিত


মোঃ ইমরুল হাসান, চৌহালী প্রতিনিধিঃ

আগামী ৩০ এপ্রিল থেকে অনুষ্ঠিত হবে এসএসসি ও সমমানের পরীক্ষা।
চৌহালী উপজেলার সকল মাধ্যমিক, দাখিল, কারিগরি পাবলিক পরীক্ষা/২৩ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সুপার সহ পরীক্ষা সংশ্লিষ্ট শিক্ষকদের নিয়ে বুধবার বেলা ১১ ঘটিকায় উপজেলা পরিষদ হলরুমে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম।
সদস্য সচিব হিসেবে সঞ্চালনা ও পরীক্ষা শান্তিপূর্ণ আইন‌ অনুযায়ী নির্দেশাবলী বিষয়ে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এম.এ আরিফ সরকার।
এছাড়া বক্তব্য রাখেন, চৌহালী আদর্শ উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক রাশিদুল হাসান জুয়েল,  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সামচুল হক, বাঘুটিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক আব্দুল কাহ্হার ছিদ্দিকী,  সহ বিভিন্ন মাদ্রাসার সুপারবৃন্দ। পরীক্ষার সার্বিক বিষয় নিয়ে বক্তব্য রাখেন চৌহালী থানা (ভারঃ) কর্মকর্তা মোঃ হারুন অর রশিদ ।

 এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, আসন্ন এসএসসি ও সমমানের পরীক্ষা  শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে, কোন দায়িত্ব অবহেলা বা অনিয়ম হলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে এবং সকল আইনশৃঙ্খলা বজায় রাখার জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন