ফরিদপুরের, ভাঙ্গা থেকে আনোয়ার হোসেন :
ফরিদপুরের, ভাঙ্গা উপজেলার শরীফাবাদ হাই স্কুল এ্যান্ড
কলেজের এস,এস,সি ব্যাচ-২০১১ এর ছাত্র ছাত্রীদের পুনর্মিলনী অনুষ্ঠান
অনুষ্ঠিত হয়েছে।
সোমবার
(২৪এপ্রিল) ২০১১ ব্যাচ এর সমস্ত শিক্ষার্থীদের সহযোগীতায় উপজেলার শরীফাবাদ
হাই স্কুল এ্যান্ড কলেজ চত্বরে শিক্ষার্থী হাসিবুল হাসান এর সঞ্চালনায়,
রাফিউর রহমানের সার্বিক তত্ত্ববাধনে দিনব্যাপি এ পূণর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে
উক্ত হাইস্কুল এ্যান্ড কলেজের ২০১১সালের এসএসসি ব্যাচের শিক্ষার্থীরা সকাল
থেকেই বিদ্যালয় চত্তরে হাজির হয়ে তারা বিভিন্ন বিনোদন মূলক ক্রীড়া ও
সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগদেন, এর ভিতর ছিলো নৃত্য প্রদর্শন,গানের
প্রতিযোগিতা, চেয়ারসিটিং, হাড়ি ভাঙ্গা সহ বিভিন্ন খেলাধুলা।
দুপুরে
খাবারের আয়োজনের পাশাপাশি বিকালে র্যাফল ড্র অনুষ্ঠিত হয়। দিনভর খেলা
ধুলা ও সঙ্গীত পরিবেশন সহ খাওয়া দাওয়ার মাধ্যমে শেষ হয় উক্ত বন্ধুদের
পুনর্মিলনী অনুষ্ঠান।
শিক্ষার্থী
রাফিউর রহমান ও হাসান জানান, ২০১১ ব্যাচে যারা আছি, আমরা একই পরিবারের
সদস্য, অটুট থাকুক এই ভালোবাসার বন্ধন সারাজীবন, আমরা যেনো সমাজ ও এই দেশকে
কিছু দিতে পারি।
অনুষ্ঠানে
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শরীফাবাদ হাই স্কুল এ্যান্ড কলেজের
ম্যানেজিং কমিটির সভাপতি মো. ফিরুজুর রহমান (নিরু খলিফা), অত্র হাইস্কুলের
সিনিয়র শিক্ষক প্রফুল্ল কুমার, বাংলাদেশ বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড
কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো. সাখাওয়াত হোসেন, সাংবাদিক ওবায়দুর
রহমান, সাংবাদিক ছানোয়ার হোসেন, আরও উপস্থিত ছিলেন ২০১১ ব্যাচ এর
শিক্ষার্থী ,মো. হাসিবুল হাসান, মো. ফয়সাল, মো. সোহাগ খলিফা, মো. হেমায়েত,
মো. রিজওয়ান সোহাগ, মো. শাওন, মো. রাফিউর রহমান, মো. নাজমুল, মো. সেলিম,
মো. দেলোয়ার হোসেন, পারভিন,লালমোহন শীল,শিবু বন্দ্র মালো, অন্যান্য শিক্ষার্থীরা সহ শিক্ষক বৃন্দ, অত্র স্কুল এ্যান্ড কলেজের প্রায় শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
Tags
বাংলাদেশ