Daily News BD Online

গোবিন্দগঞ্জ উপজেলায় মডেল মসজিদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা


গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্র্রতিনিধিঃ

গোবিন্দগঞ্জ উপজেলাসহ সারাদেশে আরও ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (১৭ এপ্রিল) সকাল ১০টায় গণভবন থেকে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র ও মডেল মসজিদ উদ্বোধনের ঘোষণা করেন তিনি।

গাইবান্ধার গোবিন্দগঞ্জে মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য মোঃ মনোয়ার হোসেন চৌধুরী, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আব্দুল লতিফ প্রধান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফ হোসেন ও ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার মোঃ আনোয়ার হোসেন, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতারা, আলেম-উলামাসহ সাধারণ মানুষ এ সময় উপস্থিত ছিলেন।

সোমবার (১৭ এপ্রিল) ৪র্থ পর্যায়ে অর্ধশত মডেল মসজিদ উদ্বোধন হলো। ২০১৭ সালে সরকার দেশের প্রতিটি জেলায় ও উপজেলায় ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র ও মডেল মসজিদ স্থাপন করতে ৯ হাজার ৪৩৫ কোটি টাকার একটি প্রকল্প গ্রহণ করেছে।

‘প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে ৫৬৪ টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন’ শীর্ষক (২য় সংশোধিত) প্রকল্পটির মেয়াদ ২০২৪ সালের জুন পর্যন্ত। ইতিমধ্যে ২০২১ সালের ৭ই ডিসেম্বর ১ম পর্যায়, ২০২৩ সালের ১৬ই জানুয়ারি ২য় পর্যায় এবং ২০২৩ সালের ১৬ই মার্চে ৩য় পর্যায়ে ৫০টি করে মোট ১শ’ ৫০ টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করা হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন