মমিনুল ইসলাম, ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি :
মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় কর্তৃক মুক্তিযোদ্ধা ময়মনসিংহ জেলা পুর্নবাসন সংস্থার আয়োজনে জেলার ত্রিশাল উপজেলার দুই শতাধিক বীর মুক্তিযোদ্ধাদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করা হয়েছে।
আজ (২০ এপ্রিল) বৃহস্পতিবার সকালে ত্রিশাল উপজেলা পরিষদের সামমনে ঈদ বস্ত্র বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জুয়েল আহমেদ।
ময়মনসিংহ জেলা পূর্ণবাসন সংস্থার সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মোমেন এর সভাপতিত্বে ঈদ বস্ত্র বিতরণ অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ত্রিশাল উপজেলা সহকারী কমিশনার ভূমি হাসান আব্দুল্লাহ আল মাহমুদ। এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল আলীম, বীর মুক্তিযোদ্ধা মোখলেছুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আবদুল আউয়াল, বীর মুক্তিযুদ্ধা সাইদুল হক প্রমূখ।
বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মোমেন জানান, প্রতি বছরের মতো এই ঈদে দুইশো মুক্তিযোদ্ধাদের মাঝে একটি লুঙ্গি ও একটি শাড়ি বিতরণ করেছি।
Tags
বাংলাদেশ