নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ এলপিজি অটোগ্যাস স্টেশন এন্ড কনভার্শন ওয়ার্কশপ ওনার্স এসোসিয়েশন-এর কেন্দ্রীয় কমিটি, জোনাল কমিটি, সম্মানিত সদস্যবৃন্দ, স্টেশন মালিক, এলপিজি অপারেটরসহ সকল শুভাকাঙ্খী, শুভানুধ্যায়ীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন এসোসিয়েশনের সভাপতি ইঞ্জিনিয়ার মো: সিরাজুল মাওলা ও মহাসচিব মো: হাসিন পারভেজ।
শুভেচ্ছা বার্তায় বলেন, মহিমান্বিত রমজান এবং ঈদ-উল-ফিতর আপনার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, সমৃদ্ধি এবং ব্যবসায়িক সাফল্য।
এদিকে, বাংলাদেশ এলপিজি অটোগ্যাস স্টেশন এন্ড কনভার্শন ওয়ার্কশপ ওনার্স এসোসিয়েশন-এর সম্মানিত সকল সদস্যবৃন্দের অবগতির জন্য জানানো হয়েছে যে, পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে এসোসিয়েশনের কার্যালয় আগামি ২০ এপ্রিল ২০২৩ ইং তারিখ থেকে ২৪ এপ্রিল ২০২৩ ইং তারিখ পর্যন্ত বন্ধ থাকেবে। আগামি ২৫ এপ্রিল ২০২৩ ইং রোজ মঙ্গলবার থেকে এসোসিয়েশনের কার্যালয় যথানিয়মে খোলা থাকবে।