Daily News BD Online

সাপাহার মাঊন ক্লাবের পক্ষ থে‌কে হতদ‌রিদ্র প‌রিবা‌রে মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরন


আব্দুল আলিম, পাহার (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর সাপাহার উপ‌জেলার সর্ববৃহৎ স্বেচ্ছা‌সেবী সংগঠন " সাপাহার মাঊন ক্লাব" এর উদ্যোগে আসন্ন প‌বিত্র ঈদুল ফিতর ২০২৩ উপল‌ক্ষে প্রতি বছরের ন্যায় এবারও প্রায় পাঁচ শতা‌ধিক হতদ‌রিদ্র প‌রিবা‌রের মা‌ঝে ঈদ উপহার সামগ্রী বিতরন করা শুরু ক‌রে‌ছে । লাচ্চা সেমাই, সুগন্ধি পোলার চাউল, চি‌নি ও অন‌্যান‌্য নিত‌্য প্রয়জনীয় মু‌দি সামগ্রীর সম্বন‌য়ে গ‌ঠিত ঈদ উপহার প‌্যা‌কেজ‌ টি সমা‌জের গ‌রিব দুঃখী হতদ‌রিদ্র প‌রিব‌া‌রের কা‌ছে পৌ‌ছে দি‌তে নিরলস ভা‌বে কাজ ক‌রে যা‌চ্ছে ক্লা‌বের স্বেচ্ছা‌সেবক সদস‌্যরা । এ কার্যক্রমের  বিষ‌য়ে বিস্তা‌রিত জান‌তে চাই‌লে  ক্লা‌বের উ‌দ্যোক্তা ও প্রতিষ্ঠাতা প্রকৌশ‌লী মুহ‌াম্মদ মু‌মিনুল হক ব‌লেন " প‌বিত্র রমজান মাস প‌রম ইবাদ‌তের মাস,এক মাস সিয়াম সাধনার প‌রে আসন্ন ঈদুল ফিতর আমা‌দের সর্ব্বচ আনন্দময় উৎসব, সমা‌জের দা‌য়িত্বশীল একজন না‌গরিক হিসা‌বে আমা‌দের কর্তব‌্য সকল‌কে সা‌থে নিয়ে এই ঈ‌দের খু‌শি উদযাপন করা । সে লক্ষ‌্য কে সাম‌নে রে‌খে প্রতিবছর মাঊন ক্লাব এধর‌নের কার্যক্রম প‌রিচা‌লিত ক‌রে আস‌ছে । তারই ধারাবা‌হিকতায় ২০২৩ সা‌লেও পাঁচ শতা‌ধিক প‌রিবার‌ কে ঈদ উপহার দেওয়া হ‌লো । "  এ‌দি‌কে বেসরকারী কোন স্বেচ্ছা‌সেবী সংগঠ‌নের পক্ষ থে‌কে  ঈদ উপহার হা‌তে পাওয়ায়  প্রত‌্যন্ত গ্রা‌মে দ‌রিদ্র মানুষরা খুব খু‌শি প্রকাশ ক‌রে‌ছেন এবং ক্লা‌বের উত্তরউত্তর সাফল‌্য কামনা ক‌রে‌ছেন । সমা‌জের কল‌্যানা‌র্থে ভ‌বিষৎ এ এধর‌নের  কার্যক্রম চলমান থাকুক  স‌চেতন সমাজের এমটাই দা‌বি

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন