Daily News BD Online

মহিউদ্দীন আহমদ ফাউন্ডেশনের ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ


জবি প্রতিনিধি:
ঐতিহ্যেবাহি বিটেশ্বর খান বাড়ীর আহমদ ভিলায় সুবিধা বঞ্চিত ৫০০টি হতদরিদ্র, অস্বচ্ছল ও অসহায় পরিবারের মাঝে ঈদ উপলক্ষে মহিউদ্দীন আহমদ ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

(বৃহস্পতিবার) কুমিল্লার দাউদকান্দি উপজেলায় মহিউদ্দীন আহমদ ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দীন আহমেদের সভাপতিত্বে এ উপহার সামগ্রী বিতরণ করা হয় ৷

এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ূন ভূঁইয়া, আহমদ পাবলিশিং হাউজের পরিচালক মেজবাহউদ্দীন আহমদ, ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।

অধ্যাপক ড. কামালউদ্দীন আহমেদ বলেন, আমরা পারিবারিকভাবে মহিউদ্দীন আহমদ ফাউন্ডেশন কর্তৃক গ্রাম সমাজের জন্য রমজান মাসে কাপড় টাকা পয়সা দেয়া, ইফতার ইত্যাদি আয়োজন করে থাকি। এবার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ইফতার পার্টির পরিবর্তে খাদ্যসামগ্রী বিতরনের কথা বলেছেন। সেই আহব্বানে সাড়া দিয়েই আমরা গ্রামের অসচ্ছল পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছি।

তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী এই সকল অসহায় ও দুস্থ মানুষের কথা সবসময় ভাবেন, সারাবিশ্বে এখন একটা অর্থনৈতিক সংকট চলছে যার কারণে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পেয়েছে, তারপরও আমাদের দেশ এখন মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে ভালোভাবেই চলছে এবং তারই নির্দেশে আমরা সাধারণ জনগণের নিকট সামান্য ঈদ উপহার নিয়ে এসেছি৷ সবার উচিৎ যার যার অবস্থান থেকে তার প্রতিবেশীদের সাহায্য করা। তবেই বাংলাদেশ সোনার বাংলাদেশে পরিণত হবে।

উল্লেখ্য, মরহুম আলহাজ্ব মহিউদ্দিন আহমদ ফাউন্ডেশন প্রতি বছর উনার আত্মীয়সজন, এলাকার মান্যগন্য ব্যক্তি, অসহায়-দরিদ্র সকলস্তরের মানুষকে নিয়ে একসাথে সকলের জন্যে দোয়া এবং ইফতারের ব্যবস্থা করা হয়, যা প্রত্যেকের শ্রেণী-পেশার মানুষের মধ্যে সম্প্রীতির বন্ধন গড়ে তুলতে সাহায্য করে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন