Daily News BD Online

ফুলবাড়ীতে ১০ লাখ টাকা নিয়ে উধাও হওয়া কাউন্টার ম্যানেজার আটক


আমিনুল ইসলাম, ফুলবাড়ী (দিনাজপুর) :

ঢাকাগামী যাত্রীদের কাছে বিক্রি করা আগাম টিকিটের প্রায় ১০ লাখ টাকা নিয়ে গা-ঢাকা দিয়েছিলেন দিনাজপুরের ফুলাবাড়ীর শ্যামলী এন.আর ট্র্যাভেলসের কাউন্টার ম্যানেজার সোহেল রানার। অবশেষে সন্ধ্যান মিলেছে সেই সোহেল রানার।
জানা যায়, ফুলবাড়ী থেকে ঢাকা গামী শ্যামলী এন.আর ট্র্যাভেলসের ফুলবাড়ীর কাউন্টার ম্যানেজার সোহেল রানা বৃহস্পতিবার (২৭ এপ্রিল) থেকে শুক্রবার (৫ মে) পর্যন্ত ১২০ জন যাত্রীর কাছে আগাম টিকিট বিক্রি করেন। রহস্যজনকভাবে টিকিট বিক্রির প্রায় ১০ লাখ টাকা হাতিয়ে নিয়ে কাউন্টার ম্যানেজার কাউন্টার বন্ধ করে গা-ঢাকা দেন। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) রাত ১০টার গাড়ীর যাত্রীরা কাউন্টারে এসে কাউন্টার ও কাউন্টার ম্যানেজারের ফোনও বন্ধ পাওয়া যায়। এতে চরম বিপাকে পড়েন ঈদ শেষে ঢাকা ফেরত যাত্রীরা। রাত ১২টা পর্যন্ত শ্যামলী এন.আর ট্রাভেলসের বন্ধ কাউন্টারের সামনে করেন অবস্থান করেও কোনো সুরাহা না পেয়ে বিক্ষুব্ধ যাত্রীরা কাউন্টার ভাংচুর করেন।
ঢাকা গামী গার্মেন্টস শ্রমিক পলাশ মিয়া ও তার স্ত্রী হাবিবা সুলতানা বলেন, ঈদ শেষে কাজের তাগিদে ঢাকা ফিরতে বাধ্য হয়ে ফুলবাড়ী কাউন্টার থেকে দেড় হাজার টাকায় ২টি টিকিট নিয়েছেন। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) রাত ১০ টার কোচে ঢাকায় যাওয়ার কথা ছিল। কিন্তু কাউন্টারে এসে কাউন্টার ও ম্যানেজারের ফোন বন্ধ থাকায় মহাবিপদে পড়েছেন তারা।
শ্যামলী এন.আর ট্র্যাভেলসের দিনাজপুর কাউন্টার ম্যানেজার রুবেল হোসেনের সঙ্গে কথা বললে তিনি জানান, শ্যামলী এন.আর ট্রাভেলসের অনলাইন টিকিট গ্রহণকারী যাত্রীদেরকে ফুলবাড়ী থেকে ঢাকাসহ অন্যান্য গন্তব্যে পৌঁছে দেওয়া হচ্ছে। কিন্তু ফুলবাড়ী কাউন্টার ম্যানেজার সোহেল রানার রিজার্ভ গাড়ির দায়িত্ব শ্যামলী এন.আর ট্রাভেলস নেবে না। কোম্পানীর উর্ধ্বতন কর্তৃপক্ষ এ ব্যাপারে প্রয়োজন পদক্ষেপ নেবেন।
এদিকে শুক্রবার (২৮ এপ্রিল) বিকেলে কাউন্টার ম্যানেজার সোহেল রানাকে খুঁজে বের করে কাউন্টারে নিয়ে আসেন এলাকাবাসী।  
কাউন্টার ম্যানেজার সোহেল রানা বলেন, ব্যক্তিগত ঋণ-দেনার কারণে পাওনাদারদের ভয়ে আত্মগোপনে ছিলেন। টিকিট বিক্রির টাকা দিয়ে কিছু ধারদেনা মেটাতে গিয়ে সাময়িকভাবে সমস্যা হয়েছিল। এখন অনেকটাই ঝামেলা মিটে গেছে। টিকিট নেওয়া যাত্রীরা সময় মতো গন্তব্যে যেতে পারবেন।
দিনাজপুর মটর পরিবহন শ্রমিক ইউনিয়ন (১১৬৭) এর ফুলবাড়ী শাখার সাবেক সাধারণ সম্পাদক সেকেন্দার আলী দুলাল বলেন, শ্যামলী এন.আর ট্রাভেলসের ফুলবাড়ী কাউন্টার ম্যানেজার সোহেল রানা টিকিট বিক্রির টাকা নিয়ে কাউন্টার বন্ধ করে পালিয়ে যাওয়ার ঘটনাটি পরিবহন জগতের জন্য কলঙ্কজনক ঘটনা। টিকিট বিক্রির প্রায় ১০ লাখ টাকা হাতিয়ে গা ঢাকা দিয়েছিল কাউন্টার মানেজার।
থানার অফিসার ইনচার্জ (ওসি) আশ্রাফুল ইসলাম বলেন, যাত্রীদের অভিযোগের ভিত্তিতে কাউন্টার ম্যানেজার সোহেল রানাকে খুঁজে বের করে কাউন্টারে বাসানো হয়েছে। বর্তমানে সবকিছু স্বাভাবিক হয়ে গেছে। #

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন